বৃদ্ধ-বৃদ্ধারাই সফট টার্গেট? সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বড়তলার পর দমদম। দমদমের ৭ নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোডে দুঃসাহসিক ডাকাতি। ছুরি দেখিয়ে হাত পা বেঁধে সর্বস্ব লুঠের অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টায় তদন্তকারীরা।

দমদমের ৭ নম্বর ওয়ার্ডের এক তিনতলা বাড়িতে থাকেন শংকর ও পুতুল মজুমদার নামে বৃদ্ধ দম্পতি। তাঁদের ছেলে দেবাশিস মজুমদার কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। অভিযোগ, রবিবার রাত দুটো নাগাদ ৬-৭ জন দুষ্কৃতী বৃদ্ধ দম্পতির বাড়িতে আসে। তাদের মাথায় হেলমেট। কাঁধে ব্যাগ। ওই বৃদ্ধ দম্পতির একতলার ঘরে ভাড়া দেওয়া ছিল। সেখানে কেউ ছিল না। সেই সুযোগে জানলার গ্রিল ভেঙে তালা খোলে দুষ্কৃতীরা। তারপর উপরে উঠে যায় তারা। অভিযোগ, বৃদ্ধ ও বৃদ্ধাকে ছুরি দেখিয়ে হাত-মুখ চেপে ধরে। মহিলার সোনার নাকছাবি ও আংটি খুলে নেয় দুষ্কৃতীরা। এছাড়া বাড়িতে থাকা প্রায় সর্বস্ব লুটপাট করে পালায় দুষ্কৃতীরা। দমদম থানার পুলিশ জানিয়েছে ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে, ডাকাতরা হেলমেট পরে থাকায় চিহ্নিত করা যাচ্ছে না।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ: বিধানসভায় প্রথম বক্তৃতা ৯ তৃণমূল বিধায়কের

_

_

_

_

_

_

_

_

_
_