Thursday, December 25, 2025

বাম আমলের বিপুল ঋণের বোঝা সামলেও বাংলার ভোলবদলেছে TMC: উন্নয়নের খতিয়ান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাম আমলের বিপুল ঋণের বোঝা সামলেও বাংলার ভোলবদলে দিয়েছে তৃণমূল (TMC) সরকার। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর চলা দুদিনের বিতর্কের শেষে মঙ্গলবার, জবাবি ভাষণে বিস্তারিতভাবে তথ্য তুলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঋণ প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্যের তুল্যমূল্য আলোচনা করেন তিনি। রাজ্য বাজেট নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এদিন, দীর্ঘ বক্তৃতায় প্রথমে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্য সরকারের ওপর ঋণের বোঝা ৭ লক্ষ ৭১ হাজার কোটি টাকা। যেখানে কেন্দ্রীয় সরকারের নেওয়া, কেন্দ্রের ঋণ ২০০ লক্ষ ১৬ কোটি টাকা।

রাজ্য বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “বাজেটে আমরা খুশি। বাজেটের অর্ধেকই মহিলা ও শিশুদের কল্যাণে বরাদ্দ করা হয়েছে। যেখানে কেন্দ্রের বাজেটে ওই খাতে বরাদ্ধ ৬ শতাংশ। কেন্দ্রের বাজেটকে ধিক্কার জানাই।”

বিধানসভায় উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, দেউচা পাঁচামিতে কাজ শুরু হয়ে গিয়েছে। জমিদাতা ৪৪৩৮ টি পরিবারের প্রায় ৯০ শতাংশ অনুমতি দিয়েছে। ১১২৪ জনকে সরকারি চাকরি দিয়েছি। প্রকল্পের জন্য জমি দিলেও ১৮ বছর বয়স না হওয়ায় তাঁদের মাসে ১০ হাজার টাকা দেওয়া হবে। ১৮ হলে চাকরি পাবে। দেউচা পাঁচামিতে কাজ শুরু হয়ে গেলে, আগামী ১০০ বছর কয়লার অভাব হবে না। বিদ্যুৎ এর দাম কমে যাবে।

খাদ্যসাথী প্রকল্পে ৮ কোটি ৮০ লক্ষ উপভোক্তাকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়। দুয়ারে রেশন পাচ্ছেন সাত কোটি ৫০ লক্ষ উপভোক্তা। ১ কোটি ভুয়ো রেশন বাতিল করেছে রাজ্য সরকার।

কাস্ট সার্টিফিকেট ২ কোটি লোককে দেওয়া হয়েছে। আমরা সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া সরল করা হয়েছে। চাকরিতে সাধারণ শ্রেণীর সংরক্ষণ ১৭ শতাংশ বাড়িয়ে দিয়েছি। দুয়ারে সরকারে ৯ টি রাউন্ডে ১২ কোটি মানুষ এসেছেন। আমরা মানুষের জন্য কাজ করলে খুশি হই- মন্তব্য মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, আমরা ৩৭ হাজার কিমি রাস্তা তৈরি করেছি। ভুয়ো জব কার্ড (Job Card) বাতিল হয়েছে। এখানে নেহরু, বিবেকানন্দের নামে স্টেডিয়াম হয় না।

BGBS প্রসঙ্গে মমতা জানান, ১৯ লক্ষ প্রস্তাব এসেছিল। ১৩ লক্ষ কোটির কাজ হয়ে গিয়েছে। এবার ৪,৪০ ৫৯৫ কোটি টাকার প্রস্তাব এসেছে। বেঙ্গলের স্টেবিলিটি আছে। আগে ম্যানডেজ নষ্ট হত, এখন হয় না। সেই কারণেই সবাই বিনিয়োগে আগ্রহী। বাংলাই আগামীতে ভারতের গেটওয়ে হবে- মন্তব্য মুখ্যমন্ত্রীর।

spot_img

Related articles

ছায়ানটের ঘটনায় প্রতিবাদ! ঢাকা সফর বাতিল রাশিদ-পুত্র আরমানের

ওপার বাংলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে সরব হলেন প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ রাশিদ খানের পুত্র...

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...