Monday, November 10, 2025

বাম আমলের বিপুল ঋণের বোঝা সামলেও বাংলার ভোলবদলেছে TMC: উন্নয়নের খতিয়ান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাম আমলের বিপুল ঋণের বোঝা সামলেও বাংলার ভোলবদলে দিয়েছে তৃণমূল (TMC) সরকার। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর চলা দুদিনের বিতর্কের শেষে মঙ্গলবার, জবাবি ভাষণে বিস্তারিতভাবে তথ্য তুলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঋণ প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্যের তুল্যমূল্য আলোচনা করেন তিনি। রাজ্য বাজেট নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এদিন, দীর্ঘ বক্তৃতায় প্রথমে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্য সরকারের ওপর ঋণের বোঝা ৭ লক্ষ ৭১ হাজার কোটি টাকা। যেখানে কেন্দ্রীয় সরকারের নেওয়া, কেন্দ্রের ঋণ ২০০ লক্ষ ১৬ কোটি টাকা।

রাজ্য বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “বাজেটে আমরা খুশি। বাজেটের অর্ধেকই মহিলা ও শিশুদের কল্যাণে বরাদ্দ করা হয়েছে। যেখানে কেন্দ্রের বাজেটে ওই খাতে বরাদ্ধ ৬ শতাংশ। কেন্দ্রের বাজেটকে ধিক্কার জানাই।”

বিধানসভায় উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, দেউচা পাঁচামিতে কাজ শুরু হয়ে গিয়েছে। জমিদাতা ৪৪৩৮ টি পরিবারের প্রায় ৯০ শতাংশ অনুমতি দিয়েছে। ১১২৪ জনকে সরকারি চাকরি দিয়েছি। প্রকল্পের জন্য জমি দিলেও ১৮ বছর বয়স না হওয়ায় তাঁদের মাসে ১০ হাজার টাকা দেওয়া হবে। ১৮ হলে চাকরি পাবে। দেউচা পাঁচামিতে কাজ শুরু হয়ে গেলে, আগামী ১০০ বছর কয়লার অভাব হবে না। বিদ্যুৎ এর দাম কমে যাবে।

খাদ্যসাথী প্রকল্পে ৮ কোটি ৮০ লক্ষ উপভোক্তাকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়। দুয়ারে রেশন পাচ্ছেন সাত কোটি ৫০ লক্ষ উপভোক্তা। ১ কোটি ভুয়ো রেশন বাতিল করেছে রাজ্য সরকার।

কাস্ট সার্টিফিকেট ২ কোটি লোককে দেওয়া হয়েছে। আমরা সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া সরল করা হয়েছে। চাকরিতে সাধারণ শ্রেণীর সংরক্ষণ ১৭ শতাংশ বাড়িয়ে দিয়েছি। দুয়ারে সরকারে ৯ টি রাউন্ডে ১২ কোটি মানুষ এসেছেন। আমরা মানুষের জন্য কাজ করলে খুশি হই- মন্তব্য মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, আমরা ৩৭ হাজার কিমি রাস্তা তৈরি করেছি। ভুয়ো জব কার্ড (Job Card) বাতিল হয়েছে। এখানে নেহরু, বিবেকানন্দের নামে স্টেডিয়াম হয় না।

BGBS প্রসঙ্গে মমতা জানান, ১৯ লক্ষ প্রস্তাব এসেছিল। ১৩ লক্ষ কোটির কাজ হয়ে গিয়েছে। এবার ৪,৪০ ৫৯৫ কোটি টাকার প্রস্তাব এসেছে। বেঙ্গলের স্টেবিলিটি আছে। আগে ম্যানডেজ নষ্ট হত, এখন হয় না। সেই কারণেই সবাই বিনিয়োগে আগ্রহী। বাংলাই আগামীতে ভারতের গেটওয়ে হবে- মন্তব্য মুখ্যমন্ত্রীর।

spot_img

Related articles

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( Surendranath Banarjee)। তিনি ছিলেন ব্রিটিশ...

খাবারে বিষ প্রয়োগে গণহত্যা, বিজেপি রাজ্যে বসে ষড়যন্ত্র! দুই রাজ্যে গ্রেফতার ৫ ‘জঙ্গি’

গুজরাট। হরিয়ানা। দেশের মানুষের নিরাপত্তার পরিস্থিতি ঠিক কেমন, তা ফের প্রমাণিত হল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসেই নিরাপদে ভারতে...

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...