Tuesday, August 12, 2025

জঙ্গি! ৪৮ ঘণ্টার মধ্যে প্রমাণ দিন, না হলে হাঁটু গেড়ে ক্ষমা চান: শুভেন্দুকে চ্যালেঞ্জ কুণালের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে জঙ্গি যোগের প্রমাণ দিন। নয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁর সম্পর্কে এই কুৎসিত ও অবমাননাকর কথা বলার জন্য আটচল্লিশ ঘণ্টার মধ্যে হাঁটু গেড়ে ক্ষমা চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মিথ্যাচার বরদাস্ত করা হবে না, বুধবার চ্যালেঞ্জ ছুড়ে জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিরোধী দলনেতা যেভাবে মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করে জঙ্গি যোগ আছে বলে মিথ্যাচার ও নোংরা রাজনীতি করছেন তার তীব্র বিরোধিতা করছে তৃণমূল (TMC)।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার জন্য  বিরোধী দলনেতা এই জঙ্গি শব্দ প্রয়োগ করেছেন। দলের তরফে পরিষ্কার শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) উদ্দেশ্যে বলা হয়েছে, শুধুমাত্র প্রচারের জন্য দায়িত্বজ্ঞানহীনভাবে মিথ্যাচার করবেন এটা মেনে নেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দাঁড়াতে পারছে না, মোকাবিলা করতে পারছে না তৃণমূলের সঙ্গে, সে কারণে যা পারে বলে দিচ্ছে! তৃণমূলের বক্তব্য, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ। বিরোধী দলনেতাকে ওদের দলের দিলীপ ঘোষ দেখতে পারে না। সেই কারণে মানসিকভাবে অবসাদে প্রচারে থাকার জন্য এত বড় উসকানি, মিথ্যাচার করছে। একের পর এক সিপিএমের গুন্ডা হার্মাদের অত্যাচারে জর্জরিত হয়ে জীবন বাজি রেখে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মানুষের স্বার্থে রাজনীতি করেছেন। দীর্ঘ আন্দোলন করেছেন। মানুষের উন্নয়নে বাংলাকে মডেল করেছেন।

বুধবার, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুণাল ঘোষ বলেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে গোটা BJP। তাঁকে সহ্য করতে পারেন না তাঁরই দলের লোক। এরপরই হুংকার দিয়ে কুণাল বলেন, ভবানীপুরের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় চোখ ঝলসে যাবে। ভবানীপুরের চোখধাঁধানো আলো সহ্য হবে না বিরোধী দলনেতার। ভবানীপুরে বিরোধী দলনেতা লড়তে এলে জামানত জব্দ করে বাড়ি পাঠাব। শুভেন্দুকে (Shubhendu Adhikari) চ্যালেঞ্জ করে কুণাল বলেন, অন্য কোথাও লড়বেন না। ভবানীপুরে লড়বেন। তৃণমূল চ্যালেঞ্জ করে বলছে নন্দীগ্রামে দাঁড়ালেও হারাব। হিম্মত থাকলে চ্যলেঞ্জ গ্রহণ করুন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জিতেই  চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম থেকে তৃণমূল বিধায়ক হবে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন। বিরোধী দলনেতার পদ পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে বিজেপি এই পদটাই পাবে না। বিরোধী দলনেতা পদটাই থাকবে না। কারণ অতগুলো আসনই পাবে না বিজেপি। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান করার চেষ্টা— এর জবাব দেবে বাংলার মানুষ।

শুভেন্দুকে তীব্র আক্রমণ করে কুণাল মনে করিয়ে দিয়েছে, কী পাননি শুভেন্দু? মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের কাছ থেকে? দুহাত উপুড় করে তৎকালীন নেতাকে সব দিয়েছিলেন। বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, কাউন্সিলর, এমএলএ, মন্ত্রী-সাংসদ। সেইসঙ্গে দলের ক্ষমতা,  দলের পদ, দলের দায়িত্ব। বিভিন্ন সাংগঠনিক পদ,  প্রশাসনিক পদ সমস্ত কিছুর ক্ষমতা দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে। তারপরেও নিজের স্বার্থে দলবদল করেছেন। সেই মহিলাকে জঙ্গিযোগ বলতে বিবেকে লাগছে না? যে ভদ্রমহিলা উজাড় করে তাঁকে রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিয়েছে তাঁকে এ ধরনের খারাপ কথা বলতে তাঁর বিবেকে বাধলো না? এতটা  অমানবিক! তৃণমূল কংগ্রেস এর তীব্র নিন্দা করছে।

spot_img

Related articles

SIR-র বিরুদ্ধে প্রতিবাদ, হাইকোর্টের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা মহিলার! 

ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ কেন? মঙ্গলের সকালে হাইকোর্ট (Calcutta High Court) চত্বরেই এসআইআরের (SIR) প্রতিবাদে...

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...