কেন কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি হচ্ছেন না কলতান? প্রশ্ন তুলে খোঁচা কুণালের

সুজয়কৃষ্ণ ভদ্র বা কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হলে, কলতান দাশগুপ্তের বেলায় ব্যতিক্রম হবে কেন! তিনি কেন তদন্তকারী সংস্থা চাওয়া সত্ত্বেও আর জি করের অডিও ক্লিপ-কাণ্ডে কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি হচ্ছেন না? প্রশ্ন ছুড়ে সুর চড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। নিয়োগ মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে চাপানউতোর হয়। গত সপ্তাহে সেই নমুনা সংগ্রহ করে তদন্তকারীরা। সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে নিয়োগ-কাণ্ডে ধৃত বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা যবে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কুণাল ঘোষ স্যোশাল মিডিয়ায় দাবি, আরজি কর-কাণ্ডের সময়ে ‘হিংসা’ ছড়ানোর অডিও ক্লিপ-কাণ্ডে ধৃত সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তের থেকে তদন্তকারীরা কণ্ঠস্বরের নমুনা চাইছেন। অথচ কলতান সেই নমুনা দিতে রাজি হচ্ছেন না।

সুজয়কৃষ্ণ এবং কুন্তল-দু’জনেরই কণ্ঠ নিয়ে প্রায়ই গলা তোলে বাম-সহ বিরোধীরা। সেই কণ্ঠস্বর নিয়েই এবার সিপিএমের কলতানকে খোঁচা তৃণমূলের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পুলিশ কলতানের কন্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায়। কলতান এবং সিপিএমের উচিত দ্রুত এতে সম্মতি দেওয়া। অন্যদের কণ্ঠস্বরের নমুনা নিয়ে সিপিএমের এত বড় বড় কথা! নিজেদের সৎসাহসের সময় যেন উল্টো না দেখি। অবিলম্বে কণ্ঠস্বর পরীক্ষায় সম্মতি দিক কলতান। দেরি না করে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করুক পুলিশ। যদি ওর কণ্ঠস্বর না হয়, তা হলে ভয়ের কী আছে?স্পষ্ট প্রশ্ন তুলেছেন কুণাল।
কলতান অবশ্য জানিয়েছেন, তার কাছ থেকে পুলিশ কণ্ঠস্বরের নমুনা চায়নি। তিনি জানিয়েছেন, আমি প্রথম থেকেই তদন্তে সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব। কিন্তু কণ্ঠস্বরের নমুনা চাওয়ার বিষয়ে আমি কিছু জানি না।

আর জি কর নিয়ে আন্দোলনের সময় স্বাস্থ্য ভবনের সামনে অনির্দিষ্ট কাল অবস্থান করছিলেন জুনিয়র ডাক্তারা। সেই সময়েই কলতানের সঙ্গে হালতুর সঞ্জীব দাসের কথোপকথন প্রকাশ্যে আনেন কুণাল। গত ১৪ সেপ্টেম্বর বিকালে কুণাল সেই অডিও প্রকাশ্যে আনেন। সেই রাতেই সঞ্জীবকে গ্রেফতার করে পুলিশ। সে দিন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে সিপিএম ‘লালবাজার অভিযান’ করেছিল। সারা রাত লালবাজারের কাচে অবস্থান বিক্ষোভ করেছিলেন বাম কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন কলতানও। পর দিন ভোরে বৌবাজারের কাছে ফিয়ার্স লেন থেকে কলতানকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তিনি হাইকোর্টের নির্দেশে জামিন পেলেও তদন্ত চলছে।এবার তার কন্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে খোঁচা কুণালের।এখন দেখার, কত দ্রত সেই নমুনা সংগ্রহ করে পুলিশ।