Sunday, May 4, 2025

মাদ্রাসা শিক্ষা দফতরের চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরির মেয়াদ বৃদ্ধি, বাড়ল অবসকালীন অনুদানও

Date:

Share post:

সংখ্যালঘু উন্নয়নে নিজেদের প্রতিশ্রুতি পূরণে আরও এক ধাপ এগোল রাজ্য। এবার রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতরের অধীন মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের অবসরের বয়স এবং অবসরকালীন সুযোগ-সুবিধা বাড়ানো হল। তারা এখন থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন।

অবসরকালীন এককালীন অনুদান তিন লাখ টাকা থেকে বাড়িয়ে করা হল পাঁচ লাখ টাকা। অবসরের সময় এককালীন ভাতা হিসেবে ওই টাকা পাবেন তাঁরা। এই মর্মে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। গত বছরের পয়লা এপ্রিল থেকে তাদের জন্য এই সুবিধা কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত গত বছর লোকসভা ভোটের আগে ক্যাজুয়াল, দৈনিক ভাতা, চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির বয়স এবং ভাতা বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্য সরকার। প্যারা টিচার, এস এস কে, এম এস কে শিক্ষক, আশা, স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, অতিরিক্ত দমকলকর্মী সহ এই ধরনের কর্মীরা অবসরের পর এই সুবিধা পাচ্ছেন। এবার মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক এবং কর্মীরাও এর আওতায় আসলেন। আগে অবসরের পরে কোনও কোনও কর্মী পেতেন ২ লক্ষ, কোনও কর্মী পেতেন ৩ লক্ষ টাকা। কিন্তু এবার রাজ্য সরকারের আওতাধীন সব চুক্তিভিত্তিক, ক্যাজুয়াল, দৈনিক ভাতার কর্মীরাই ৫ লক্ষ টাকা করে পাবেন।

আরও পড়ুন- বিধায়কদের নমাজে ‘না’ হিমন্ত সরকারের, বন্ধ হল ৯০ বছরের রীতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img
spot_img

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...