কুমোরটুলি কাণ্ডে নয়া তথ্য, পারিবারিক অশান্তির কারণে আত্মীয়কে খুন ধৃত ২ মহিলার!

গোটা ঘটনার জেরে কুমোরটুলি ঘাট সংলগ্ন এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja), কথা বলেন স্থানীয়দের সঙ্গেও।

মঙ্গলবার সকালে কুমোরটুলি ঘাটে (Kumortuli Ghat) রক্তাক্ত ট্রলিব্যাগ উদ্ধারের ঘটনায় নয়া তথ্য প্রকাশ্যে। জানা গেছে ব্যাগে মাথাহীন যে দেহাংশ উদ্ধার করা হয়েছিল তা এক মহিলার। মৃতের নাম সুমিতা ঘোষ (Sumita Ghosh)। সম্পর্কে তিনি ধৃত দুই মহিলার আত্মীয়। পারিবারিক অশান্তির কারণেই ফাল্গুনী ঘোষ (Falguni Ghosh) এবং আরতি ঘোষ (Arati Ghosh) সুমিতাকে খুন করেছেন বলে অভিযোগ। পুলিশি জিজ্ঞাসাবাদে ফাল্গুনী জানিয়েছেন, মৃতা সম্পর্কে তাঁর পিসি শাশুড়ি হন। গোটা ঘটনার জেরে কুমোরটুলি ঘাট সংলগ্ন এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja), কথা বলেন স্থানীয়দের সঙ্গেও।

এদিন সকালে আহিরীটোলার কাছে কুমোরটুলি ঘাটের ধারে দুই মহিলাকে ভারী টলি ব্যাগ আনতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁদের পাকড়াও করে স্থানীয় পুলিশে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। এরপরই জানা যায় ট্রলি ব্যাগে মহিলার মৃতদেহ রয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুই অভিযুক্তই মধ্যমগ্রামের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সেখানে তাঁরা ভাড়া থাকতেন। এটি খুনের ঘটনা কি না, খুনটি মধ্যমগ্রামেই হয়েছিল কি না, এ সব খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের মাথাও উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ (North Port police) সূত্রে জানা গেছে।