Sunday, November 2, 2025

যাদবপুর কাণ্ডে এসএফআই সদস্য ছেলের নাম জড়িয়েছে, সম্পর্ক নেই জানালেন বাবা

Date:

Share post:

শনিবার উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। একদিকে মন্ত্রী ব্রাত্য বসুর সামনে বিক্ষোভ, গাড়িতে ভাঙচুর। আর অন্যদিকে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে পড়ে গিয়ে আহত ছাত্র। দুজনেই বাম ছাত্র সংগঠনের সদস্য। একজন বেশি আহত। নাম ইন্দ্রানুজ রায়। তিনি আরএসএফের সদস্য বলে জানা গিয়েছে। আর অন্যজন অভিনব বসু। তিনি এসএফআইয়ের(sfi) সদস্য বলে। জানা গিয়েছে, এই অভিনব সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতির ছেলে। বাবা শুধু তৃণমূল করেনই না, নেতৃত্ব দেন দলকে। ওই ব্যক্তি জানিয়েছেন, আমার ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে। এখন হস্টেলেই পড়াশোনা করছে। ছেলে আহত হয়েছেন বা আঘাত পেয়েছেন বলে তিনি মানতে চাননি।

এদিকে অভিনব জানান, বাবা তৃণমূল(trinamool) করেন। বাবা আমাকে নিয়ে কী বলেছেন জানি না। তবে আমি এসএফআই করি। বামপন্থী রাজনীতি দর্শনে বিশ্বাস করি। সক্রিয়ভাবে রাজনীতিটা করি। তিনি জানিয়েছেন ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় তিনি আহত হননি। তার পায়ে ধাক্কা দিয়েছে ওমপ্রকাশ মিশ্রের গাড়ি।এদিকে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই।

এদিকে ফের যাদবপুরের(jadavpur) অন্দরে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন। একের পর এক ঘটনা।অমৃত বসু জানান, আমি গতকালই ফেসবুকে ঘটনার নিন্দা করেছি। যা হয়েছে তা মেনে নেওয়া যায় না। তবে হ্যাঁ, অভিনব আমার ছেলে। শুনেছি এসএফআই করে। কিন্তু ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে সে বাড়িছাড়া। নিজের স্কলারশিপের টাকায় নিজে পড়াশোনা করে। যাদবপুরেই থাকে। যাদবপুরে ভর্তি হলেই পড়ুয়াদের মগজধোলাই করা হয় বলেও তোপ দাগেন তিনি। এদিকে বাবার পরিচয় ব্যবহারে রাজি নন অভিনবও। তার সাফ কথা, দু’জনের রাজনৈতিক বিশ্বাস আলাদা। দু’জনই প্রাপ্ত বয়স্ক। বাবা তৃণমূল করতেই পারেন, কিন্তু আমি এসএফআইয়ের সদস্য।

 

 

spot_img

Related articles

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...

হ্যালোইন পার্টিতে ফ্রেমবন্দি রণবীর কাপুরের প্রাক্তন এবং বর্তমান

বলিউডের হ্যালোইন পার্টিতে(halloween party) উপস্থিত দুই অভিনেত্রী আলিয়া ভট্ট(Alia Bhatt) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । হতেই পারে, কিন্তু ইতিমধ্যেই...

দিলীপের জন্য খুলল মুরলীধর সেনের বন্ধ ঘরের তালা: তবু অনুপস্থিত ‘নব্য’ বিজেপি!

৭০ বছর ধরে বিজেপি নেতা কর্মীরা এখানে অন্যান্য সব কর্মসূচির পাশাপাশি বিজয়া সম্মেলনীতেও মিলিত হতেন। অথচ মুরলীধর সেন...

শুধু দক্ষিণ আফ্রিকা নয়, ফাইনালে আজ ভারতীয় মহিলা ব্রিগেডের প্রতিপক্ষ বৃষ্টিও!

আশা-আকাঙ্ক্ষার রবিবারে ভারতীয় মহিলাদের স্বপ্নের ইতিহাস তৈরীর সামনে বৃষ্টি (Rain) বাধা হয়ে দাঁড়াবে না তো, মহিলা বিশ্বকাপ ফাইনালের...