Friday, December 5, 2025

গাড়ি চাপার ভিডিও কোথায়? বামেদের মিথ্যাচারের পাল্টা ৫ চ্যালেঞ্জ দেবাংশুর

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের WBCUPA-র বৈঠককে কেন্দ্র করে অশান্তির জেরে আহত ছাত্রর যে ছবি ভাইরাল হয়েছে, তার ভিডিও কোথায়? শনিবারে ঘটনা নিয়ে বাম ছাত্র সংগঠনের মিথ্যাচারে জবাবে মঙ্গলবার, তৃণমূল (TMC) ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ধুয়ে দিলেন দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)। বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ, এবং সেই অভিযোগের সপক্ষে প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন দেবাংশু।

শনিবার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ওপেন এয়ার থিয়েটারে ছিল ওয়েবকুপার বার্ষিক সভা ঘিরে ধুন্ধুমার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গাড়িতে হামলা। বনেটে চড়ে দাপাদাপি বাম-অতিবাম পড়ুয়াদের। বারবার আলোচনায় বসতে চান ব্রাত্য। কিন্তু সমঝোতার রাস্তাতেই হাঁটতে চায়নি বিক্ষোভকারীরা। ঘটনায় আহত হন শিক্ষামন্ত্রী। আহত হন দুই আন্দোলনরত পড়ুয়া।

তাঁদের মধ্যে একজন ইন্দ্রানুজ রায়। বাম ছাত্র সংগঠনের অভিযোগ, তাঁর চোখের উপর দিয়ে না কি শিক্ষামন্ত্রী গাড়ির চাকা চলে যায়। এই নিয়ে ছবিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল করে এসএফআই-সহ বাম ছাত্র সংগঠনগুলি। এদিন সেই ছবি নিয়েই সাংবাদিক বৈঠকে বসেন দেবাংশু। একটার পর একটা ছবি দেখিয়ে প্রশ্নবাণের জর্জরিত করেন বিরোধীদের।

তৃণমূল গুণ্ডারা নাকি যেদিন বিশ্ববিদ্যালয়ে ঢুকে হামলা করে বলে অভিযোগ এসএফআই-এর। দেবাংশুর প্রশ্ন, ঘটনার দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সদস্য, যাদবপুরের পড়ুয়ারা এবং ব্রাত্য বসুর সঙ্গে আসা কয়েকজন বাদে তৃণমূল গুণ্ডদের ছবি দেখাতে পারবে এসএফআই

বাম ছাত্র সংগঠনের অভিযোগ, শিক্ষামন্ত্রী না কি তাঁদের সময় দেননি। এই পাল্টা ব্রাত্য বসুর সঙ্গে এসএফআই-এর প্রতিনিধিদের ছবি দেখিয়ে দেবাংশু (Debanshu Bhattacharya) বলেন, এসএফআই-এর প্রতিনিধিরা ব্রাত্যর কাছে স্মারকলিপি দিয়েছিলেন, সেই ছবি রয়েছে। তারপরেও কেন বলা হচ্ছে, শিক্ষামন্ত্রী সময় দেননি!

এর পরে সবচেয়ে বিতর্কিত ছবিটি তুলে ধরেন দেবাংশু। যেটাতে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রীর গাড়ি নীচে ইন্দ্রানুজ। সেই ছবি দেখিয়ে তৃণমূল নেতা প্রশ্ন করেন, এই ছবির ভিডিও কোথায়? সেদিন কোনও স্টিল ছবি পাওয়া যায়নি। সবই ভিডিও। সেই ভিডিও থেকেই এই স্টিল ছবিটি বানানো। বেশিরভাগ ভিডিও যা সংবাদমাধ্যমে পাওয়া গিয়েছে বা সমাজ মাধ্যমে পাওয়া গিয়েছে, সবই পাশ থেকে। সামনে থেকে পাওয়া এই ছবির ভিডিও কোথায়? ভিডিও দেখলেই স্পষ্ট হয়ে যাবে সেদিন কী হয়ছিল।

এর পরেই ইন্দ্রানুজের চোট নিয়েও প্রশ্ন তোলেন দেবাংশু। বলেন, গাড়ির চাকা যদি চোখের উপর দিয়ে চলে গিয়ে থাকে, তাহলে শুধুমাত্র চোখের পাশে চারটি সেলাই পড়ল। কিন্তু কপাল, নাক, গালের হাড় অক্ষত থাকল কী করে!

এর পরে ইন্দ্রানুজ মাস দেড়েক আগের একটি স্যোশাল মিডিয়া পোস্ট প্রকাশ্যে আসেন দেবাংশু। সেখানে ইন্দ্রানুজকে বলতে শোনা যায়, এসএফআই তাঁদের “লাশ ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে”। সিপিআইএমের এখনকার ব্লু আইড বয় ইন্দ্রানুজের এই অভিযোগ সম্পর্কে  সেই সম্পর্ক বাম ছাত্র সংগঠনের কী বক্তব্য এই প্রশ্নও তোলেন দেবাংশু।

এসএফআই-এর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেবাংশু বলেন, এই অভিযোগগুলির প্রমাণ দিক। তাহলেই বোঝা যাবে কারা সত্যি কথা বলেছে।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...