মা উড়ালপুলের সংস্কার! বৃহস্পতিবার থেকে রাত্রে বন্ধ যান চলাচল

সংস্কারের কাজের জন্য বন্ধ থাকবে মা উড়ালপুল। উড়ালপুল সংস্কারের কাজ করবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) (KMDA)। এর জন্যই মা উড়ালপুলে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতে বন্ধ থাকবে যান চলাচল। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ রাখা হবে যান চলাচল। এক্ষেত্রে যে সমস্ত গাড়ি উড়ালপুল ধরে বা ই এম বাইপাস মুখে যাবে তারা পার্ক সার্কাস থেকে সুরাবর্দি অ‍্যাভিনিউ, দরগা রোড, চার নম্বর হয়ে বাইপাসের দিকে যেতে হবে।

কলকাতা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লাইওভার মা। ই এম বাইপাসের দিক থেকে শহরের প্রাণকেন্দ্রে ঢুকে পড়া বা শহর থেকে সহজে বাইপাস হয়ে সল্টলেক-নিউটাউন যাওয়ার জন্য় খুবই প্রয়োজনীয় এই উড়ালপুল।

আরও পড়ুন- মুখোমুখি বসুক: দেড়খানা উত্তর দিয়ে মুখ লুকানো সৃজনকে ১:১ বসার ডাক দেবাংশুর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_