ললিত মোদির পাসপোর্ট বাতিলের নির্দেশ ভানুয়াতুর প্রধানমন্ত্রীর

ললিত মোদির পাসপোর্ট বাতিল করে দিয়েছে ভানুয়াতু। কিছুদিন আগে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব পেয়েছিলেন ললিত মোদি(lalit modi)। তার পরেই লন্ডনের অবস্থিত ভারতীয় হাইকমিশনে, ভারতের পাসপোর্ট ফেরত দিতে চেয়ে আবেদন করেন ললিত মোদি। এই পরিস্থিতিতে ললিত মোদির পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছেন ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাট। কী কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে তাও জানিয়েছেন ভানুয়াতুর প্রধানমন্ত্রী। তার দাবি, ললিত মোদির উদ্দেশ্য ভালো নয়।ভানুয়াতুর(vanuyatu) প্রধানমন্ত্রী জোথাম নাপাট সোমবার সেই দেশের নাগরিকত্ব কমিশনকে ললিত মোদির নামে জারি করা পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছেন। ভানুয়াতুর প্রধানমন্ত্রী জানান, ললিত মোদি প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা করছেন।কোনও দেশে প্রত্যর্পণের হাত থেকে বাঁচতে কেউ তাদের দেশের নাগরিকত্ব চাইলে, তা বৈধ কারণ হিসাবে বিবেচিত হবে না।

প্রসঙ্গত, আইপিএলের(ipl) শীর্ষপদে থাকার সময়ে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে ললিত মোদির বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রচুর টাকা তিনি নয়ছয় করেছেন বলেও অভিযোগ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভাইস-প্রেসিডেন্টও ছিলেন তিনি। আর্থিক দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত শুরু হতেই ২০১০ সালে ভারত ছাড়েন ললিত মোদি।

কী কারণে ললিত মোদীর পাসপোর্ট বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে একটি বিবৃতিও দিয়েছে ভানুয়াতু সরকার। তাতে জানানো হয়েছে, ললিত মোদির পাসপোর্ট সংক্রান্ত খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশের পর, তার পাসপোর্ট বাতিল করার জন্য নাগরিকত্ব কমিশনকে নির্দেশ দিয়েছেন ভানুয়াতুর প্রধানমন্ত্রী। সেখানকার প্রধানমন্ত্রী লিখেছেন, গত ২৪ ঘন্টায় আমাকে জানানো হয়েছে যে ইন্টারপোল ভারতের অনুরোধ দু’বার প্রত্যাখ্যান করেছে। কারণ তাদের কাছে বিচারের জন্য পর্যাপ্ত প্রমাণের অভাব ছিল। এই ধরনের যে কোনও সতর্কবার্তা জারির পরে ললিত মোদির নাগরিকত্বের আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান হয়ে যেত।