চ্যাম্পিয়ন হয়েই শামির মাকে প্রণাম কোহলির, মুহুর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, মন কেড়েছে নেটিজেনদের

রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা।

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। এরপরই সেলিব্রেশনে মাতেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আর সেই সময়ই দেখা গেল এক আবেগঘন মুহুর্ত। মহম্মদ শামির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন কোহলি। যা নিমিশে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা। মাঠে দেখা যায় বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদেরা । সেরকমই হাজির ছিলেন তারকা পেসার মহম্মদ শামির মাও। চোট সারিয়ে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলছে ছেলে, সেই মুহূর্তের সাক্ষী থাকতে স্টেডিয়ামে হাজির ছিলেন। এরপর জয়ের পর মাঠে নামেন শামির মা। সেই সময়েই দেখা যায়, বিরাট এবং শামি এগিয়ে আসছেন যেখানে দাঁড়িয়েছিলেন তারকা পেসারের মা। হাসিমুখে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন কিং কোহলি। তাঁকে আশীর্বাদও করেন শামির মা। আর এরপর এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিরাটের এমন নম্র আচরণে মুগ্ধ নেটদুনিয়া। হু হু করে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়। ভারত। ফাইনালে কিউইদের হারায় ৪ উইকেটে। ব্যাট হাতে দাপট দেখান রোহিত শর্মা, কে এল রাহুল। বল হাতে দাপট দেখান বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন হয়েই ডান্ডিয়া নাচের সেলিব্রেশনে Ro-Ko জুটি, ভাগ করে নিলেন মুহুর্ত