Thursday, January 15, 2026

জামিনের আবেদন খারিজ, আপাতত জেলেই অয়ন শীল

Date:

Share post:

পুর নিয়োগ মামলায় অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। ফলে জেলমুক্তির কোনও সম্ভাবনা আপাতত নেই। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এই আর্জি খারিজ হয়। এর আগে ইডি মামলায় জামিন পেলেও CBI মামলায় আর্জি খারিজ অয়নের।

পুরসভার নিয়োগে অনিয়ম সংক্রান্ত নথি উদ্ধার হওয়ায় ২০২৩ সালে হাই কোর্টের নির্দেশ গ্রেফতার করা হয় প্রোমোটার অয়ন শীলকে (Ayan Shil)। পরবর্তীতে প্রাথমিক নিয়োগ মামলাতেও তাঁর নাম জড়ায়। ED ও CBI, উভয়ের তদন্তকারী সংস্থাই অয়নকে গ্রেফতার করে। ইতিমধ্যেই দুটি মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে পুর নিয়োগ মামলায় জামিন না মেলায় জেলেই থাকতে হচ্ছে তাঁকে। জামিন পেতে হাই কোর্টের দ্বারস্থ হন অয়ন।

এদিন মামলার শুনানিতে সিবিআই জানায়, “তদন্ত এখনও শেষ হয়নি।” পুরসভায় যাঁরা পাশ করতে পারেননি তাঁদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অয়নের (Ayan Shil) ভূমিকা রয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। হয়, ১৭ টি পুরসভা নিয়ে তদন্ত চলছে। অরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে আদালতে জানায় সিবিআই। পাল্টা অয়নের আইনজীবী জানান, শুধুমাত্র সাউথ দমদম পুরসভা নিয়ে তদন্ত হয়েছে। বাকি ১৬টি পুরসভা শেষ না হওয়া পর্যন্ত আটকে থাকতে হবে? সওয়াল করেন তিনি। দুপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি শোনার পরে অয়ন শীলের জামিনের আর্জি খারিজ করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
আরও খবর: দাসপুরে মত্ত অবস্থায় গ্রামবাসীদের মারপিট, থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

spot_img

Related articles

ভোটের আগে রিস্ক-ফ্রি কমিটি বিজেপির! জেলা ইনচার্জ পদে পুরোনোতে আস্থা 

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির স্ট্যাটেজি ঠিক করতে মাথার ঘাম পায়ে ফেলছেন অমিত শাহ, নরেন্দ্র মোদি।...

আইপ্যাক মামলায় আজ সুপ্রিম শুনানি, শীর্ষ আদালতে নজর রাজনৈতিক মহলের

কলকাতায় আইপ্যাক অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযানের (ED raid in ipac office) জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। বুধবার হাইকোর্টে...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...