কয়েকদিন আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত শর্মার ভারত চ্যাম্পিয়ন হয়েছে।তার মধ্যেই পাঁচদিনের ভারত সফরে এসেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। দিল্লির রাস্তায় রীতিমতো ‘গলি ক্রিকেটে’ মেতে উঠলেন তিনি। আর তাকে সঙ্গ দিলেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। অবশ্য আরও দুজন কিউয়ি ক্রিকেটার ছিলেন তাদের সঙ্গে। একরাশ কচিকাঁচার সঙ্গে ক্রিকেটের আনন্দে মাতলেন রস টেলর ও আজাজ প্যাটেল। সেখানে ব্যাটিং প্রতিভা দেখাতে ছাড়লেন না নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীও। বেশ কিছু ভালো শট মারলেন, আজাজ প্যাটেলকে তালুবন্দিও করলেন। কপিল দেবও তার সঙ্গে ফিল্ডিং করেন। প্রধানমন্ত্রীর ফিল্ডিংয়ের প্রশংসা করেন আজাজ।

ইনস্টাগ্রামে খেলার ভিডিও শেয়ার করে লুক্সন বলেন, অবিশ্বাস্য অনুভূতি। আমি দিল্লির রাস্তায় কপিল দেব ও কয়েকজন কচিকাঁচার সঙ্গে ক্রিকেট খেলছি। সঙ্গে ক্যাপশনে বলেন, ক্রিকেটের প্রতি ভালোবাসা ছাড়া আর কোনও কিছুই ভারত ও নিউজিল্যান্ডকে এতটা একত্রিত করতে পারবে না। একবার খেলার সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী কিন্তু তাড়িয়ে তাড়িয়ে বিষয়টি উপভোগ করেছেন। নিজের অলরাউন্ড দক্ষতাও প্রদর্শন করেছেন যখন তিনি ব্যাটিং এবং বোলিং করেছিলেন।

–

–

–

–

–

–

–

–

–

–