Saturday, May 10, 2025

আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে গাফিলতি, সুপ্রিম নির্দেশে হাইকোর্টে শুনানি সোমবার

Date:

Share post:

কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় দোষী সঞ্জয় রাইকে (Sanjay Rai) যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদহ আদালত (Sealdah Court)। কিন্তু তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) ভূমিকায় ক্ষুব্ধ মৃতার পরিবার। প্রথম দিন থেকেই দেখা যাচ্ছিল, তিলোত্তমার বাবা-মা অভিযোগ করছিলেন ঘটনার দিন উপস্থিত থাকা অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়নি, তাঁদের আইনের আওতায় আনা হয়নি। এমনকী সেইদিন কর্তব্যরত নার্স-সিস্টারদের কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি সেই প্রশ্নও তুলেছিলেন। পুনরায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Tirthankar Ghosh) এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। এবার সুপ্রিম কোর্টের (Supreme court)নির্দেশ মতো এই মামলার শুনানি হবে আগামী সোমবার।

মেয়ের প্রতি হওয়া চরম অন্যায় নিয়ে সিবিআই-এর তদন্তে বারবার অসন্তোষ প্রকাশ করেছেন অভয়ার মা-বাবা। দিল্লিতে সিবিআই-এর সদর দফতরে গিয়েও কোনও লাভ হয়নি। এমনকি তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কেউই দেখা করেননি। এরপরই মৃতার পরিবার জানায় কোনও নিরপেক্ষ তদন্ত সংস্থাকে এই মামলার ভার দেওয়া উচিত। আদালতের কাছে এই মর্মে আবেদন করলেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছিলেন যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন তাই সেক্ষেত্রে শীর্ষ আদালতের নির্দেশ ছাড়া তাঁরা হস্তক্ষেপ করতে পারবেন না। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) শুনানি হলে তাঁদের সুবিধার কথা জানিয়েছিলেন। ১৭ মার্চ সুপ্রিম কোর্ট (SC) জানায় তীর্থঙ্কর ঘোষের এ জেলাসে এই মামলার শুনানিতে কোনও সমস্যা নেই। সেই মতো আগামী সোমবার অর্থাৎ ২৪ মার্চ আরজি কর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। এই খবর জানার পরই তৎপরতা বাড়ে সিবিআই-এর (CBI)। জানা যাচ্ছে, আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের দিন ডিউটিতে কোন-কোন নার্স উপস্থিত ছিলেন তাদের তালিকা তৈরি করা হয়েছে। তদন্তকারী অফিসার সীমা পাহুজা তাঁদের তলব করেছেন। বৃহস্পতিবার থেকেই সিজিওতে (CGO) হাজিরা দিতে হবে তাঁদের।

 

spot_img

Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...