Saturday, January 10, 2026

ঈদের আগে অভিষেকের শুভেচ্ছাবার্তা পেয়ে অভিভূত পুরুলিয়া সংখ্যালঘু সেল

Date:

Share post:

কর্মসূচি আগে থেকেই ঠিক করা ছিল। সেই কর্মসূচির সাফল্য কামনা করে তৃণমূল কংগ্ৰেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা পৌঁছে গেল পুরুলিয়ায়। মঙ্গলবার তৃণমূল সংখ্যালঘু সেলের পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে রঘুনাথপুর কমিউনিটি হলে অনুষ্ঠিত হল ইফতার সামগ্ৰী ও ঈদের উপহার দান কর্মসূচি। সেই অনুষ্ঠান চলাকালীন সেখানে অভিষেকের শুভেচ্ছাবার্তা পৌঁছায়।আর তাতেই পুরো অনুষ্ঠান নতুন মাত্রা পেল।অভিষেকের পাশাপাশি সংগঠনের এমন আয়োজনে অভিভূত সংগঠনের রাজ্য সভাপতি, বিধায়ক মুসারফ হোসেনও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম হোসেন আনসারী প্রকাশ্যেই কৃতঞ্জতা প্রকাশ করেন অভিষেকের প্রতি। তিনি বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রত্যন্ত এই জেলার কথা যেভাবে মনে রেখেছেন, তাতেই বোঝা যায় তিনি সত্যিই বাংলার নয়নের মণি।

এদিন  সংখ্যালঘু দুঃস্থ পরিবারগুলির প্রত্যেকের হাতে ঈদের উপহার তুলে দেওয়া হয়।প্রায় ৫০০ জনের হাতে  উপহার তুলে দেওয়া হয়। এছাড়া সংগঠনের ব্লক সভাপতিদের মাধ্যমে প্রতিটি ব্লকে উপহার পাঠানো হয়। একহাজারের বেশি পরিবারকে এই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি নিবেদিতা মাহাত, জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার, দলের জেলা সাধারণ সম্পাদক হাজারি বাউরী, জেলা পরিষদ সদস্যা নুরুন নাহার, জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো, রঘুনাথপুর পুরসভার দুই কাউন্সিলর প্রণব দেওঘরিয়া ও মৃত্যুঞ্জয় পরামানিক-সহ অনেকে।

সভাধিপতি নিবেদিতা মাহাত বলেন, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। তার নীতিতে ধর্মের বিভাজন নয়, উৎসবে সকলের অংশগ্ৰহণ উৎসবকে সুন্দর করে। সেজন্য বাংলায় উৎসব হয় আনন্দমুখর। এই উৎসবে দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য তিনি অভিনন্দন জানান জেলা সংখ্যালঘু সেলকে।

সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা বাংলায় সংখ্যালঘু, সংখ্যাগুরু ভাবি না। আমরা সকলেই বাংলার। তাই উৎসবের দিনে সকলে যাতে আনন্দে থাকতে পারেন সেটুকু চেষ্টা করি। এই আয়োজনের জন্য অভিষেক বন্দোপাধ্যায় শুভেচ্ছাবার্তা পাঠানোয় তার প্রতি আমরা কৃতজ্ঞ। ঈদের আগে আমরা তার কাছ থেকে ঐক্যের বার্তাই পেলাম। অভিষেকের শুভেচ্ছাবার্তাও পড়ে শোনান তিনি।

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...