দক্ষিণ কলকাতার বাঘাযতীন (Baghajatin, South Kolkata)এলাকায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা বলছেন, এদিন মালবিকা মৈত্র (Malabika Maitra) নামে ৭২ বছরের প্রতিবেশী বৃদ্ধার ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। এরপর ডাকাডাকি করলেও বৃদ্ধার রুম থেকে কোনও সাড়াশব্দ মেলেনি। এরপরই পুলিশে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা ভেঙে বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলেকে নিয়ে মালবিকা ওই ফ্ল্যাটে থাকতেন। একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ করেন মৃতার ছেলে। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান বৃদ্ধাকে খুন করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কীভাবে এই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।


–

–


–

–

–

–

–

–

–

–