Saturday, May 17, 2025

ফের কাঠগড়ায় মেরঠ, মদ্যপ স্বামীকে খুন করে ড্রামে ভরে দেওয়ার হুমকি স্ত্রীর

Date:

Share post:

উত্তরপ্রদেশের মেরঠের(meerut) সৌরভ হত্যাকাণ্ডের রেশ এখনও কাটেনি তার মধ্যেই ফের স্বামীকে টুকরো করে ড্রামে ভরে দেওয়ার হুমকির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। তবে এবার খুন হওয়ার আতঙ্কেই থানায় পৌঁছে গেলেন যুবক। মেরঠের কাঁকের খেরা এলাকাতে বাবলু কুমার নামে এক যুবক হঠাৎ থানায় এসে হাজির হন। বাবলু জানান তিনি সকালে ঘুম থেকে দেরি করে উঠছিলেন। হঠাৎ বৌ এসে ইট দিয়ে মারার হুমকি দেয়। তারপর একটা ইট ছুড়ে মারে। তাতেই তার মাথা ফেটে যায়। মারধর করার পর বৌ তাকে বলে টুকরো করে ড্রামে ভরে দেওয়া হবে। এই ধরণের হুমকি শুনে ভয় পেয়ে থানায় অভিযোগ জানাতে যান তিনি। কিন্তু গিয়ে দেখতে পান বৌ আগেই থানায় পৌঁছে গিয়েছে। তাই এই যুবকের অভিযোগ নিতে চাইল না পুলিশ। কাঁকের খেরা থানা তরফে খবর, তদন্তের স্বার্থে অভিযোগকারী যুবকের মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।

জানা গিয়েছে, প্রতিদিনই মদ্যপান করেন বাবলু যা তার স্ত্রীর অত্যন্ত অপছন্দের। এই স্বভাবের বহুবার প্রতিবাদ করেছিলেন স্ত্রী। প্রতিবাদে কান না দিয়ে রীতিমত স্ত্রীর উপর অত্যাচার চালাতেন সেই যুবক। বিষয়টি নিয়ে প্রতিদিনই অশান্তি লেগে থাকত। একপ্রকার বাধ্য হয়েই স্বভাব পরিবর্তন না করলে বা মদ্যপান না ছাড়লে সৌরভ রাজপুতের মতো তাঁর অবস্থা করবেন বলে বাবলুকে তাঁর স্ত্রী হুমকি দেন। উল্লেখ্য, পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল বাবলুর ও তাঁদের দুই সন্তান আছে। বাবলু প্রতিদিন মদ্যপান করেন যা নিয়ে পারিবারিক অশান্তি লেগেই থাকতো। রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়। তারপরই মহিলা বাবলুর হাতে কামড়ে দেন বলে অভিযোগ জানানো হয়। আপাতত দুজনকেই আশ্বস্ত করে বাড়ি পাঠানো হয়েছে।

 

spot_img

Related articles

সরকারি জমির রেকর্ড এবার অনলাইনে, ‘বাংলার ভূমি’ পোর্টালে মিলবে সব তথ্য

সরকারি খাস জমির বেআইনি হস্তান্তর ও দখল রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার থেকে ‘বাংলার ভূমি’ পোর্টালের...

কালিয়াচকের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত, ফাঁসির সাজা ঘোষণা আদালতের

প্রায় চার বছর আগে মালদহের কালিয়াচকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় অবশেষে দোষী সাব্যস্ত হলেন পরিবারেরই ছোটো...

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...