Sunday, May 18, 2025

লন্ডন সফর সেরে আজই কলকাতার উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

ব্রিটেনের মাটিতে বাংলার নারী ক্ষমতায়নের কথা তুলে ধরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (University of Oxford) মঞ্চে পরিবর্তিত পশ্চিমবঙ্গের ছবি দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার কেলগ কলেজের প্রেক্ষাগৃহ ‘দ্য হাব’-এ বক্তৃতা করেছেন তিনি। পরে অক্সফোর্ডের ভারত বিষয়ক ফ্যাকাল্টির ২৫ জন ছাত্রছাত্রী এবং গবেষকের সঙ্গে একান্ত বৈঠকও সেরেছেন। এরপর শুক্রবার লন্ডন সফর শেষে কলকাতার উদ্দেশে রওনা দেবেন মমতা। রাত দশটা নাগাদ হিথরো বিমানবন্দর থেকে উড়বে তাঁর ফ্লাইট। কলকাতায় (Kolkata) পৌঁছবেন শনিবার সন্ধ্যায়।

 

সামাজিক প্রকল্প থেকে নারী শিক্ষার উন্নয়নে বাংলার মুখ্যমন্ত্রীর পদক্ষেপের কথা তাঁর মুখ থেকে শুনে বিস্মিত অক্সফোর্ডের শ্রোতারা। দেশের মধ্যে বাংলা মাথা উঁচু করে দাঁড়িয়ে সারা বিশ্বের নজর কেড়েছে। নেপথ্যে রয়েছে মমতা সরকারের একাধিক ইতিবাচক পদক্ষেপ। পরিসংখ্যান দিয়ে লন্ডনের মাটিতে দাঁড়িয়ে বাংলার উন্নতির ছবিটা তুলে ধরেছেন এ রাজ্যের প্রশাসনিক প্রধান। বাম অতিবাম বিজেপিরা পরিকল্পিত চক্রান্ত করেও আটকাতে পারেনি তাঁকে। লন্ডনের ঐতিহ্যবাহী প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় হাসিমুখে একের পর এক বাউন্সার সামলে স্টেপ আউট করে ছক্কা হাঁকিয়েছেন মমতা। বানচাল হয়েছে বিরোধীদের ষড়যন্ত্র। পাশাপাশি একাধিক শিল্প বৈঠক থেকে শুরু করে কলকাতার মাটিতে অক্সফোর্ডের ক্যাম্পাস গড়ে তোলার অনুরোধটাও জানিয়ে এসেছেন ব্রিটিশ ভূমিতে। তাঁর ব্যবহার মন ছুঁয়েছে ইংরেজ পড়ুয়াদের। এবার রাজ্যে ফেরার পালা। বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর কর্মদক্ষতা, সৃজনশীলতা এবং অফুরান এনার্জির প্রশংসায় পঞ্চমুখ অক্সফোর্ড।

 

spot_img

Related articles

থমাস কার্লোভিচ: মারাদোনার প্রিয় আর্জেন্তেনীয় ফুটবলের অজানা অধ্যায়

মারাদোনা(Diego Maradona) সেরা নাকি পেলে, এই নিয়ে দ্বন্দ আজীবন থেকেই গিয়েছে। পেলেকে(Pele) তাঁর থেকে সেরা কখনোই মানতে দেখা...

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত...

বেআইনি নির্মাণ মুম্বইয়ে! মিঠুনকে আইনি চিঠি বিএমসি-র

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে...

‘পারলে ধরে দেখাও’- দেওয়াল লিখনে পুলিশকে চ্যালেঞ্জ, আমেরিকায় জেল ভেঙে পালালো বন্দিরা!

পাঁচ শব্দের একটা বাক্য, আর তাতেই প্রশ্নের মুখে আমেরিকার মতো শক্তিধর দেশের কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। নিউ অরলিন্সে জেল...