প্রথম ম্যাচে জিততেই বদলে গেল মুহুর্ত , মাঠেই পন্থকে বুকে টেনে নিয়ে উচ্ছ্বাস লখনউ কর্ণধারের, ভাইরাল ছবি

চলতি আইপিএল-এ প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের মুখ দেখে লখনউ।

গতকাল চলতি আইপিএল-এ প্রথম জয় পায় লখনউ সুপার জায়ান্ট। সানরাইজার্স হায়দরাবাদকে হারায় ৫ উইকেটে। সৌজন্যে শার্দুল ঠাকুর। একাই নেন ৪ উইকেট। লখনউ-এর হয়ে ব্যাট হাতে দাপট দেখান নিকোলাস পুরান এবং মিচেল মার্শ। পুরান করেন ৭০ রান। মার্শ করেন ৫২ রান। আর এই জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে লখনউ অধিনায়ক ঋষভ পন্থকে ম্যাচ শেষে মাঠে জড়িয়ে ধরেন এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

চলতি আইপিএল-এ প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের মুখ দেখে লখনউ। সেই ম্যাচে হারের পর সঞ্জীব গোয়েঙ্কা ও ঋষভ পন্থের ছবি ভাইরাল হয়। যেই ছবি দেখে বোঝা যাচ্ছে পন্থকে কিছু বলছেন গোয়েঙ্কা। আর তা শুনছেন পন্থ। সেই ছবি দেখে অনেকেরই মনে পড়েছিল কেএল রাহুলের সঙ্গে লখনউ কর্ণধারের কথোপকথনের সেই স্মৃতি। পন্থের সঙ্গে কী কথা হল সেই নিয়ে কৌতূহল তুঙ্গে ওঠে। যদিও পরে জানা যায়, হারের হতাশা থাকলেও দলের খেলার প্রশংসাই করেছিলেন গোয়েঙ্কা। তবে এবার ম্যাচের পর সামনে আসে অন্য ছবি। যেই ছবি ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, পন্থকে বুকে টেনে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন লখনউ কর্ণধার।

গতকাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৯০ রান করে হায়দরাবাদ। লখনউর হয়ে বল হাতে দাপট দেখান শার্দুল ঠাকুর। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় লখনউ। লখনউ-এর হয়ে ব্যাট হাতে দাপট দেখান নিকোলাস পুরান এবং মিচেল মার্শ। পুরান করেন ৭০ রান। মার্শ করেন ৫২ রান।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস