Friday, November 7, 2025

ডিলারদের সমস্যায় ফেলে গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা! কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে রেশন কর্মীরা

Date:

Share post:

দেশজুড়ে রেশন ডিলারদের (Ration Dealers) ভাতে মারার পরিকল্পনা করে ফেলেছে কেন্দ্রের বিজেপি সরকার (Government of India) । দিল্লিতে (Delhi) রেশনের চাল-গম দেওয়ার পরিবর্তে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ট্রান্সফার করার পথে এগোচ্ছে সরকার। এতে হাজার হাজার রেশন ডিলারদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।আশঙ্কার কথা মাথায় রেখে আন্দোলনে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রেশন কর্মীরা। বাংলা মডেল অর্থাৎ ‘সবার জন্য রেশন’ এবং তামিলনাডু মডেল অর্থাৎ রেশন ডিলারদের সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে এপ্রিল মাস থেকেই তাঁরা ধারাবাহিকভাবে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন (All India Fair Price Shop Dealers federation)।

দিল্লিকে সামনে রেখে প্রথমে দেশের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে, পরে ধাপে ধাপে দেশের অন্যান্য রাজ্যগুলিতে রেশনের পরিবর্তে গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি নগদ টাকা ট্রান্সফারের জন্য কেন্দ্রের পরিকল্পনা আগে থেকেই জানা গেছিল। রাজধানীর জন্য ইতিমধ্যেই আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর মিলেছে। পাইলট প্রোজেক্ট হিসাবে কেন্দ্রশাসিত চণ্ডীগড়, পুদুচেরি ও লাক্ষাদ্বীপের কিছু অংশে রেশনের পরিবর্তে নগদের ব্যবস্থা চালুও হয়েছে। এরপর দেশ জুড়ে রেশন কর্মীরা সমস্যায় পড়বে বুঝতে পেরেই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন বড় পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের কথায়, প্রাথমিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন হবে কিন্তু কেন্দ্র না মানলে সে ক্ষেত্রে জঙ্গি আন্দোলনের মতো বড় ঘটনাও ঘটে যেতে পারে বলে হুঁশিয়ারি রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের! দীর্ঘদিন ধরে ডিলারদের কমিশন বাড়ানোর জন্য জন্য কেন্দ্র সরকারের কাছে চিঠি পাঠিয়েও কোনও লাভ হয়নি।বাজেটেও রেশন ডিলারদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। সবমিলিয়ে দেশ জুড়ে এবার বড় আন্দোলনের পথে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।

 

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...