Thursday, August 21, 2025

মীরাট খুনকাণ্ডে নয়া তথ্য, ড্রামে নয় সৌরভের দেহ ট্রলিব্যাগে ভরতে চেয়েছিল মুস্কান-সাহিল

Date:

Share post:

মীরাট খুনকাণ্ডে ফের নয়া তথ্য প্রকাশ্যে। ড্রামে নয়, সৌরভ রাজপুতের দেহ ট্রলিব্যাগে(trolley bag) ভরার পরিকল্পনা ছিল স্ত্রী মুস্কান রস্তোগী এবং প্রেমিক সাহিল শুক্লর। দুই কীর্তিমানকে জেরা করে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। কিন্তু সেই পরিকল্পনা হঠাৎ কেন বদলে ফেলেছিল অভিযুক্তরা? তার কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ। কেননা মুস্কানের ঘর থেকে একটি ট্রলিব্যাগও পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, ওই ট্রলি ব্যাগেই সৌরভের দেহ ভরে লোপাটের পরিকল্পনা করেছিলেন দুজনে।

পুলিশি জেরায় দুজনেই স্বীকার করেছে, সৌরভকে খুনের পর ট্রলিব্যাগে তার দেহ ভরার চেষ্টা করেছিলেন মুস্কান এবং সাহিল। কিন্তু সৌরভের চেহারা ভাল হওয়ায় এবং উচ্চতার জন্য দেহটি ট্রলিব্যাগে ঢোকানো যাচ্ছিল না। তাই শেষ পর্যন্ত দোকান থেকে কেনা ড্রামে সৌরভের দেহ ভরার সিদ্ধান্ত নেয় তারা। শুধু তাই নয়, ট্রলিব্যাগে দেহ ভরলে ধরা পড়ার ভয় ছিল বেশি। তাই ট্রলিব্যাগে সৌরভের দেহ ভরার পরেও তা বার করা হয় বলে জেরায় জানা গিয়েছে। এরপর সৌরভের দেহ টুকরো করে প্রমাণ লোপাটের জন্য ড্রামে(drum) ভরে সিমেন্ট দিয়ে মুখ আটকে দেওয়া হয়। যদিও ট্রলিব্যাগে ভরে দেহ লোপাটের পরিকল্পনা নিয়ে মুস্কানের দাবি আদৌ সত্য কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুস্কানের ঘর থেকে যে ট্রলিব্যাগ উদ্ধার হয়েছে, তাতে রক্তের দাগ মিলেছে। একটি মিক্সি গ্রাইন্ডারও পাওয়া গিয়েছে। আর তা থেকেই সন্দেহ, তবে কি হাড়, মাংস ছোট ছোট টুকরো করার জন্য এই মিক্সি আনা হয়েছিল? গত ৪ মার্চ সৌরভকে খুনের অভিযোগ ওঠে মুস্কান এবং সাহিলের বিরুদ্ধে। ১৮ মার্চ সৌরভের টুকরো করা দেহ উদ্ধার হয় ড্রামের ভিতর থেকে।তারপরের ঘটনা অবাক করেছে গোটা দেশকে।

 

 

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...