Friday, January 30, 2026

‘চলন্ত খাট’ তৈরি করে বিখ্যাত হতে গিয়ে বিপাকে মুর্শিদাবাদের নবাব শেখ

Date:

Share post:

রাজ্য সড়ক ধরে উদ্দাম গতিতে ছুটে চলেছে একটি খাট, আর তার উপর বসে এক যুবক মাঝে মাঝে কিছু কসরত দেখছেন। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং এর ফলে গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে। অনেক খোঁজখবরের পর জানা গিয়েছে, চলমান ওই খাটটি বানিয়েছেন মুর্শিদাবাদের ডোমকল শম্ভুনগর এলাকার বাসিন্দা নবাব শেখ।

ইদের দিন নিজে তৈরি করা চলন্ত খাট চালিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে প্রতিবন্ধকতা তৈরি করেন নবাব, যার ফলে স্থানীয় পুলিশ তাকে রাস্তায় বের হতে নিষেধ করেছে।

নবাব, ডোমকলের একটি বেসরকারি স্কুলের গাড়ি চালক, প্রায় এক বছর আগে ভাইরাল হওয়ার স্বপ্নে এই চলন্ত খাট তৈরির পরিকল্পনা করেছিলেন। নবাব জানান, ‘‘ছোটবেলা থেকে আমি পড়াশোনা করতে পারিনি, কিন্তু বিখ্যাত হওয়ার শখ ছিল। তাই বন্ধুবান্ধবদের সহযোগিতায় চলন্ত গাড়ি খাট তৈরি করার চিন্তা আসে।’’ দেড় বছরের কঠোর পরিশ্রমের পর তিনি এই গাড়ি খাট তৈরি করতে সক্ষম হন। খাটটির চারটি চাকা রয়েছে, এবং শোয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে। খাটের নিচে রয়েছে গাড়ির যাবতীয় কলকব্জা।

কিন্তু বিখ্যাত হতে গিয়ে এখন তিনি সমস্যার সম্মুখীন। ইদের দিন নিজের ভিডিও আপলোড করার পর তার বিরুদ্ধে কপিরাইট কেস দায়ের হয়েছে। নবাব জানান, ‘‘বাংলাদেশের কিছু যুবক আমার ভিডিও ব্যবহার করে নিজেদের সোশ্যাল মিডিয়া পাতায় আপলোড করেছেন এবং তারা দাবি করেছেন যে, ভিডিওটি সেখানে তোলা হয়েছে।’’ নবাবের অভিযোগ, ‘‘এমনকি আমি এই ভিডিও থেকে কোনও অর্থ উপার্জন করতে পারিনি, বরং পুলিশও আমাকে সহায়তা করতে পারছে না।’’ তবে নবাব হতাশ হয়ে বলেন, ‘‘আমি শুধু ভারতবাসীকে নতুন কিছু দেখানোর ইচ্ছা নিয়ে এই গাড়ি খাট তৈরি করেছিলাম। কিন্তু এখন কেউ আমাকে কৃতিত্ব দিচ্ছে না।’’ এই ঘটনায় নবাব শেখের স্বপ্নের মতো একটি উদ্ভাবন এখন চরম সমস্যায় পরিণত হয়েছে।

আরও পড়ুন- বেশি দামে ওষুধ বিক্রি! অভিযুক্ত দোকানের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি রাজ্যের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির...

আজকের রাশিফল

মেষ: পথে আজ সামান্য কাঁটা থাকতে পারে, তবে ঘাবড়াবেন না। কলম যাঁদের হাতিয়ার, তাঁদের জন্য আজ সাফল্যের দিন।...