মধ্যপ্রাচ্যে মৃত্যুমিছিল, ইজরায়েলে একের পর এক রকেট হামলা গাজার 

যুদ্ধবিরতি শেষ হতেই ইজরায়েলের (Israel) হামলায় কয়েক হাজার মানুষের প্রাণ গেছে। এবার পাল্টা জবাব দিলো গাজা। হামাস (Hamas) ইজরায়েলের প্রধান শহরগুলিতে রকেট হামলা চালাচ্ছে বলে খবর। ইজরায়েলি সেনার (Israel Army) তরফে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে। তেল আভিভের আপৎকালীন বিভাগ জানিয়েছে হামলার স্থলগুলি পরিদর্শন করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজার (Gaza) স্বাস্থ্য বিভাগের তরফে দাবি করা হয়েছে, রবিবার ইজরায়েলের হামলায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার দায়ের এল-বালায় ইজরায়েলি হানায় আরও দু’জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। গত দু’দিনে যতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে মহিলা এবং শিশুদের সংখ্যা বেশি। গাজার তরফে যে রকেট হামলা করা হয়েছে তার বেশিরভাগই নিষ্ক্রিয় করা গেছে বলে ইজরায়েলের সেনা জানিয়েছে। হামলার ভাইরাল ভিডিওতে দেখা গেছে আশকেলনে বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে ভাঙা গাড়ির জানালা ও ধ্বংসাবশেষ। পরে মধ্য প্রাচ্যে হামলার তীব্রতা বাড়িয়েছে ইজরায়েল।