ওয়াকফ সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়ায় যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার স্বৈরাচারী মনোভাব নিয়ে বদল এনেছে, তার প্রতিবাদে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে (Supreme Court) ১২টি মামলা দায়ের হয়েছে। বাংলার শাসক দল তৃণমূলের তরফে ওয়াকফ আইনের (WAQF Amendment Act) বিরোধিতায় প্রথম মামলা দায়ের করলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। ওয়াকফের অধীনে সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়া অসাংবিধানিক দাবি করে মামলা দায়ের করেন তিনি।

সম্প্রতি একাধিক মুসলিম সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দল কংগ্রেস (Congress), ডিএমকে (DMK) এই আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই মামলা দায়ের হয়েছে মুসলিমদের ধর্মাচরণের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলে। অথবা ধর্মীয় সম্পত্তিতে হস্তক্ষেপের অভিযোগ তুলে। তৃণমূল সাংসদ মহুয়া (Mahua Moitra) মামলা দায়ের করেছেন অমুসলিমদের (non-muslims) অধিকার নিয়ে।

তৃণমূল সাংসদ সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেই লেখেন, সংশোধিত ওয়াকফ আইনে (WAQF Amendment Act) ওয়াকফ সম্পত্তিতে অমুসলিমদের (non-muslims) সম্পত্তি দানের অধিকার খর্ব করার বিরুদ্ধে। সংবিধানের ১৪ নম্বর, ১৫(১) নম্বর, ১৯(১)(সি) নম্বর, ২১(১) নম্বর ও ৩০০-এ ধারার উল্লেখ করে মামলা দায়েরের কথা জানান তিনি।

–


–

–

–

–

–

–

–
