শনির সকালে থমথম সুতি-সামসেরগঞ্জ, অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতার শতাধিক 

জঙ্গিপুরের পর সুতি-সামসেরগঞ্জ (Suti & Samserganj) জুড়ে শুক্রবার ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টা হয়েছিল। শনির সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যদিও আগের দিনের গন্ডগোলের জেরে দুই এলাকা এখনও থমথমে। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রেলপথেও এদিন সকাল থেকে কোনও অশান্তির খবর মেলেনি। শুক্রবার সন্ধ্যার ঘটনায় প্রায় শতাধিক গ্রেফতার হয়েছেন। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে। সুতি-সামসেরগঞ্জে বিএনএসের ১৬৩ ধারা জারি রয়েছে। চলছে বিএসএফের (BSF) টহলদারিও।

বিজেপি সরকার একতরফা ভাবে ওয়াকফ বিল পাস করিয়ে তাকে আইনে পরিণত করলেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন মানুষের স্বার্থে এই আইনের বিরোধিতা করবেন। কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই প্ররোচনা দিয়ে ওয়াকফ আন্দোলনে অশান্তি বাধানোর চেষ্টা হতে পারে বলে সতর্ক করেছিলেন। শুক্রবার সন্ধ্যায় সেই আশঙ্কাই সত্যি হল মুর্শিদাবাদের সুতিতে, উত্তেজনা ছড়ায় সামসেরগঞ্জেও। জাতীয় সড়ক অবরোধ করে আগুন লাগানো হয় পুলিশের গাড়িতে। নিমতিতা স্টেশনে ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। দীর্ঘক্ষণ উত্তরবঙ্গের রেলপথ বন্ধ রাখা হয় পূর্ব রেলের তরফে। অন্যদিকে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে শুক্রবার অনেক রাত পর্যন্ত। তবে শনিবার সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আজও পুলিশ ও ব়্যাফ মোতায়ন আছে।