Thursday, December 18, 2025

কেন্দ্রীয় এজেন্সির ভয়! কর্পোরেট ডোনেশনে এক বছরে গেরুয়া শিবিরে ২০৬৪ কোটি টাকা

Date:

Share post:

ভয় দেখিয়ে জোর করে অনুদান আদায়? এমনই গুরুতর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কারণ তথ্য বলছে, বাণিজ্যিক সংস্থাগুলির কাছ থেকে পাওয়া অনুদান বা কর্পোরেট ডোনেশনের অঙ্কে দেশের শীর্ষে বিজেপি। কর্পোরেট সংস্থাগুলির দেওয়া ৩৭৭৫টি  অনুদানের মধ্যে  ৩৪৭৮টি অনুদানই গেছে বিজেপির ঘরে৷ এক-একটি বন্ডের মূল্য ২০,০০০ টাকারও বেশি। মোট আর্থিক মূল্য ২০৬৪ কোটি টাকা৷ এই বিপুল পরিমাণ টাকা বিজেপি ঘরে তুলেছে  ২০২৩-২৪ অর্থবর্ষে৷ এক বছরে বিজেপির অনুদান বেড়েছে ২১১ শতাংশ। বেশিটাই এসেছে রাজধানী দিল্লি এবং বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে।

সিবিআই, ইডি, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে দেশের নামীদামি শিল্পগোষ্ঠীর থেকে মোটা অঙ্কের টাকা তুলছে বিজেপি, বিরোধী শিবিরের তরফে এর আগেও বহুবার অভিযোগ তোলা হয়েছে৷ গেরুয়া শিবির সেই অভিযোগ অস্বীকার করেছে জোর গলায়৷ তাদের দাবি, দেশের বিভিন্ন কর্পোরেট সংস্থা ভালবেসেই তাদের দান করছে৷ কিন্তু এই সাফাইয়ের বিশ্বাসযোগ্যতা যে শূন্য তা স্পষ্ট তথ্য এবং পরিসংখ্যানেই।

বিজেপির এই অবস্থান ঘিরে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে নির্বাচনী সমীক্ষক সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ বা এডিআর-এর  তরফে প্রকাশিত একটি রিপোর্টে৷ সদ্য প্রকাশিত এই রিপোর্টে দাবি জানানো হয়েছে, কংগ্রেস, সিপিএম, বিজেপি, আম আদমি পার্টি, এবং ন্যাশনাল পিপলস পার্টির মতো জাতীয় রাজনৈতিক দলগুলিকে সারা দেশের বিভিন্ন কর্পোরেট সংস্থার তরফে ৩৭৭৫টি অনুদান দেওয়া হয়েছে, যার এক-একটির মূল্য ২০,০০০ টাকার বেশি৷ এর মধ্যে ৩৪৭৮টি অনুদানই গিয়েছে বিজেপির অনুকূলে৷ এর মোট আর্থিক মূল্য ২০৬৪ কোটি টাকা৷ এই তথ্য সামনে আসার পরেই ফের মাথা চাড়া দিয়ে উঠেছে কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে দেশের নামীদামি কর্পোরেট সংস্থাগুলির থেকে মোটা টাকা তোলার অভিযোগ৷

উল্লেখ্য, এডিআর-এর তরফে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে ২০,০০০-র বেশি টাকার অনুদানের হিসেবে ২০২৩-২৪ অর্থবর্ষে বিজেপির মোট আয় হয়েছে ২২৪৩ কোটি টাকা৷ এর অনেক পিছনে আছে কংগ্রেস, তাদের মোট আয় ২৮১ কোটি টাকা৷ আম আদমি পার্টির ১১ কোটি টাকা এবং সিপিএমের ৭ কোটি টাকা আয় হয়েছে বলে দাবি করা হয়েছে এডিআর রিপোর্টে৷ এই হিসেবে এক বছরে বিজেপির অনুদান বেড়েছে ২১১ শতাংশ৷ অনুদান খাতে আম আদমি পার্টির আয় কমেছে ৭০ শতাংশ৷

তাত্পর্যপূর্ণ হল, কংগ্রেস, বিজেপি, আম আদমি পার্টি সব থেকে বেশি অনুদান পেয়েছে রাজধানী দিল্লি থেকে৷ এডিআর-এর তরফে প্রকাশিত রিপোর্টে দাবি জানানো হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে দিল্লি থেকেই জাতীয় পার্টিগুলির ঘরে পৌঁছেছে মোট ৯৮৯ কোটি টাকার অনুদান৷  গুজরাত থেকে ২০,০০০ টাকার বেশি অঙ্কের অনুদান খাতে রাজনৈতিক দলগুলি পেয়েছে ৪০৪ কোটি টাকা৷ পশ্চিমবঙ্গ থেকে বিজেপি পেয়েছে ৬১ কোটি টাকা অনুদান, কংগ্রেস পেয়েছে ২২ কোটি টাকা৷

আরও পড়ুন – বিহার থেকে রূপ বদলে বাংলায়! অশান্তি ছড়ানোর চেষ্টা ধরে ফেললেন স্থানীয়রা

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...