সলমনের হুমকিদাতা মানসিক ভারসাম্যহীন! গ্রেফতার মুম্বই পুলিশের হাতে

হুমকিদাতা গুজরাটের (Gujarat) বাসিন্দা। ময়াঙ্ক পান্ডিয়া নামে ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ভদোদরা (Vadodara) থেকে গ্রেফতার করে পুলিশ

বেশ কয়েক মাস পরে ফের একবার খুনের হুমকি পেলেন সলমন খান (Salman Khan)। আর এবার একেবারে তাঁর বাড়িতে ঢুকে খুনের হুমকি দেওয়া হয়। হুমকির পরই তদন্তে নামে মুম্বই পুলিশ। আর তাতেই দেখা যায় এবারের হুমকিদাতা গুজরাটের (Gujarat) বাসিন্দা যুবক আদতে মানসিক ভারসাম্যহীন। তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)।

সোমবার মুম্বই পুলিশের ট্রাফিক বিভাগের হেল্পলাইন নম্বরে একটি হুমকি ম্যাসেজ আসে। যেখানে সলমন (Salman Khan) খানের গাড়িতে বোমা রেখে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পাশাপাশি অভিনেতার বাড়ি ঢুকে তাঁকে খুন করারও হুমকি দেওয়া হয়। এরপরই অভিযোগ দায়ের হয় ওরলি থানায়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে হুমকিদাতা গুজরাটের (Gujarat) বাসিন্দা। ময়াঙ্ক পান্ডিয়া নামে ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ভদোদরা (Vadodara) থেকে গ্রেফতার করে পুলিশ। তবে যুবকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সে মানসিক ভারসাম্যহীন।