কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইনের (WAQF ammendment act) বিরোধিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চলছে। উস্কানি ও প্ররোচনায় বেশ কিছু জেলায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পরিস্থিতি যথেষ্ট শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করেছে ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসন (Diamond Harbour Police)। আন্দোলনের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার গোটা টিমকে প্রশংসায় ভরিয়ে দিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার রাতে এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত পোস্টও করেন তিনি।

অভিষেক লেখেন, সমাজরক্ষার ক্ষেত্রে আপনাদের ক্লান্তিহীন ও নিরলস প্রচেষ্টা শ্রদ্ধা ও সম্মানের দাবি রাখে। একইসঙ্গে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সব ধর্মের মানুষকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ লিখেছেন, জেলা প্রশাসনের প্রতি আপনাদের আস্থা, ভরসা এবং ঐক্য বজায় রাখার জন্য আপনাদের প্রতিজ্ঞা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শান্ত পরিবেশ রক্ষার ক্ষেত্রে। পোস্টের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন অভিষেক। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার (জোনাল) মিথুনকুমার দে (Mithun Kr Dey) ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদের আর্জি জানাচ্ছেন। তাঁদের প্রতিবাদে রাস্তাঘাটে সাধারণ মানুষকে যাতে কোনওরকম দুর্ভোগের মধ্যে না পড়তে হয়, সেই নিয়েই সচেতনতার বার্তা দিচ্ছেন ওই পুলিশ আধিকারিক।

–

–

–

–

–

–

–

–

–
–