Sunday, November 9, 2025

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলায় হাইকোর্টে নয়া বেঞ্চ, শুনানির দিন ঘোষণা 

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাওয়ার পর প্রাথমিকে চাকরি বাতিল মামলায় (Primary Recruitment case) বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ কবে কীভাবে হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সোমবার নয়া ডিভিশন বেঞ্চ গঠনের পাশাপাশি শুনানির দিনক্ষণ জানিয়ে দিল আদালত। কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার অর্থাৎ ২৫ এপ্রিল থেকে এই মামলার শুনানি শুরু হবে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর (Tapobrata Chakraborty) ডিভিশন বেঞ্চ মামলার মূলপর্বের শুনানি হবে ২৮ এপ্রিল।

সুপ্রিম কোর্টে (SC) এসএসসির ছাব্বিশ চাকরি বাতিল মামলার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ইতিমধ্যেই আশংকার কালো মেঘ জমতে শুরু করেছে। ২০১৪ সালের টেটের (TET) পর তৈরি প্যানেলের ভিত্তিতে ২০১৬ সালে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে যে মামলা হয়েছে তাতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তৎকালীন শুনানিতে ৩২ হাজারের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে গত ৭ এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাওয়ায় খানিকটা জটিলতা সৃষ্টি হয়। এদিন কোর্ট খুলতেই জানা গেল, প্রাথমিকে এই চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে বোর্ডের আবেদনের শুনানি দিয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আগামী শুক্রবার থেকে মামলা শুরু হবে।

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...