Monday, August 25, 2025

ভারতের পদক্ষেপে ব্যাকফুটে পাকিস্তান, দুপুরেই বিশেষ বৈঠক পাক প্রধানমন্ত্রীর

Date:

Share post:

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Terrorist attack in Pahelgam, Kashmir) প্রাণ হারিয়েছেন ২৬ জন। রাগ ফুঁসছে গোটা দেশ। সন্ত্রাসের মদতকারীদের কড়া জবাবের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী। স্থগিত করা হয়েছে সিন্ধু জলচুক্তি, বন্ধ করা হয়েছে ওয়াঘা বর্ডার, বাতিল ভিসা। ভারত সরকারের (Government of India) পাঁচ সিদ্ধান্তে বিপাকে পাকিস্তান (Pakistan) । তড়িঘড়ি বৈঠক ডেকেছেন পাক-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif, Prime Minister of Pakistan)। নয়াদিল্লির পদক্ষেপের জবাব দিতে তৎপর ইসলামাবাদ।

কাশ্মীরে হামলার চব্বিশ ঘণ্টার মধ্যে ভারতের প্রত্যাঘাতে বিপাকে পড়শী রাষ্ট্র। বর্ডার বন্ধ, জল না, ভিসাতেও না। এবার কী করবে ইসলামাবাদ? কী করে সামাল দেওয়া যাবে পরিস্থিতি?পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে বৈঠকে সে দেশের জাতীয় নিরাপত্তা কমিটি। পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের (মিলিটারি অ্যাটাশে) ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা থেকে এক্স হ্যান্ডেল ব্লক করে দেওয়া বা জলচুক্তি স্থগিত কিংবা সীমান্তের ট্রানজিট পয়েন্ট বন্ধের সিদ্ধান্তকে করা ভালো চোখে দেখছে না পাক সরকার। বিষয়টিকে ‘গুরুতর উস্কানি’ আখ্যা দিয়ে পাকিস্তান বিদেশ মন্ত্রকের অভিযোগ কোনও প্রমাণ ছাড়াই ভারত একতরফা নিষেধাজ্ঞা চাপিয়েছে। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক প্রসঙ্গে পাক উপপ্রধানমন্ত্রী মহম্মদ ইশারদার বৃহস্পতিবার বলেন, ‘‘ভারতের প্রতিটি পদক্ষেপের কড়া এবং উপযুক্ত জবাব দেওয়া হবে।’’ সেদেশের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, পহেলগামে জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্র নেই। গত মঙ্গলবার হামলার কয়েক ঘণ্টা পরেই রাতের দিকে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লশকর-এ-ত্যায়বার ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) পর্যটক হত্যালীলার দায় স্বীকার করেছে। আর লস্কর যে পাক প্রশাসন এবং আইএসআই মদতপুষ্ট একথা আজ বিশ্বের কাছে অত্যন্ত স্পষ্ট। ভারতের পদক্ষেপে যথেষ্ট ব্যাকফুটে পাকিস্তান। সে দেশের স্মৃতিতে এখনও টাটকা ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মুভমেন্ট। পড়শি রাষ্ট্রের সামরিক এই তৎপরতার দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লিও।করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় শুরু করেছে পাকিস্তান। আজ দুপুরের বৈঠকে শাহবাজ সরকারের পদক্ষেপ কী হতে চলেছে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা বেড়েছে কূটনৈতিক মহলে।

 

spot_img

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...