Friday, November 28, 2025

পর্যটক হামলার মূল অভিযুক্ত আসিফ- আদিলের বাড়িতে রহস্যজনক বিস্ফোরণ!

Date:

Share post:

পহেলগামে পর্যটকদের উপর হামলার মূল অভিযুক্ত লস্কর-ই-তইবার জঙ্গি আসিফ শেখের (Asif Sheikh) বাড়িতে রহস্যজনক বিস্ফোরণ। নিরাপত্তা বাহিনীর সার্চ অপারেশনের (Search Operation) সময় পুলওয়ামা জেলার ত্রালের মোঙ্গামা এলাকায় বিস্ফোরণে জঙ্গি আসিফ শেখের বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা গেছে। বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণ বলে অনুমান। বৃহস্পতিবার রাতে আসিফের বাড়িতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির পাশাপাশি বিস্ফোরক দেখতে পান সার্চ অপারেশন টিমের সদস্যরা। দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতেই একের পর এক বোমা ফাটার শব্দ শোনা যায়। হতাহতের কোনও খবর নেই। পাশাপাশি, পহেলগামে হামলাকারীদের পথ দেখিয়েছিল জঙ্গি আদিল ঠোকর। তার বাড়িও বিস্ফোরণে গুঁড়িয়ে গিয়েছে।লস্কর (Lashkar E Taiba) জঙ্গিদের বাড়িতে এই বিস্ফোরণ নিয়ে নিরাপত্তা বাহিনীর তরফে অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

পাকিস্তানের সঙ্গে ভারত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর থেকেই তৎপরতা লক্ষ্য করা গেছে প্রতিবেশী রাষ্ট্রে। মধ্যরাত থেকে জম্মু-কাশ্মীর সীমান্তে (LOC) ভারতীয় চেকপোস্ট লক্ষ্য করে অবিরাম গুলি বর্ষণ করতে থাকে পাকিস্তানি ফৌজ। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। এর মাঝেই, পর্যটক হামলার মূল অভিযুক্ত পাঁচজনের মধ্যে লস্কর-ই-তইবার পানীয় কমান্ডার আসিফের বাড়িতে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অসমর্থিত সূত্রের খবর ওই বাড়িতে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ছিল। সেগুলো নষ্ট করার জন্যই কি বিস্ফোরণ ঘটানো হয়েছে নাকি এটাই ভারতীয় সেনার পাল্টা জবাবের প্রথম ধাপ, বাড়ছে জল্পনা। জঙ্গি আদিল ঠোকর ওরফ আদিল গুরির অনন্তনাগের বাড়িও বিস্ফোরণে ধ্বংস হয়েছে। সূত্রের খবর, ২০১৮ সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়েছিল আদিল। দীর্ঘ ট্রেনিংয়ের পর গত বছর সে কাশ্মীরে ফেরে। পহেলগামে ভয়াবহ হামলার জড়িত জঙ্গিদের সংখ্যা পাঁচ থেকে সাতজনের মধ্যে হতে পারে। এই সন্ত্রাসবাদীদের সাহায্য করেছে দুজন স্থানীয় জঙ্গি তারা পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল। নিরাপত্তা সংস্থাগুলি জঙ্গি হামলায় জড়িত বলে সন্দেহ করা তিন জঙ্গির স্কেচও প্রকাশ করেছে। তিনজনই পাকিস্তানি- আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। তাদের কোড নাম ছিল – মুসা, ইউনুস এবং আসিফ।

 

spot_img

Related articles

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...