Wednesday, August 20, 2025

ভুল থেকে শিক্ষা নিয়েই পঞ্জাব বধের ছক কষছে নাইটরা, আশাবাদী মোঈন

Date:

Share post:

পঞ্জাব কিংসের(PBKS) বিরুদ্ধে প্রথম সাক্ষাতটা একেবারেই সুখকর নয় কলকাতা নাই রাইডার্সের(KKR)। যুজবেন্দ্র চাহালের ধাক্কাতেই শেষ হয়ে গিয়েছিল তারা। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার ইডেন গার্ডেন্সে ঘুরে দাঁড়াতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। সেভাবেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে পাঁচ ম্যাচে হেরে বেশ চাপে নাইটরা। কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ তারা। মুম্বই ইন্ডিয়ান্স ঘুরে দাঁড়িয়েছে। সেটাই যেন আত্মবিশ্বাস যোগাচ্ছে নাইট শিবিরকে। সাংবাদিক সম্মেলনে এসে সোজা সাপ্টা উত্তর মোঈন আলির(Moeen Ali)।

এই ম্যাচের আগেই কেকেআর(KKR) শিবিরে যোগ দিয়েছেন উমরান মালিক(Umran Malik)। যদিও তিনি খেলবেন না। তবে নাইট রাইডার্স ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে। গত ম্যাচে চাহাল দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। এই ম্যাচে তাঁর দিকেও বাড়তি নজর রয়েছে।

মোইন আলি(Moeen Ali) বলছিলেন, “গত ম্যাচে আমরা ৩০ থেকে ৪০ মিনিট খুব খারাপ খেলেছিলাম। যুজবেন্দ্র চাহাল সেই ম্যাচে ফারাক গড়ে দিয়েছিল। সেদিন ও দুরন্ত ফর্মে ছিল। ওকে আমরা খেলতেই পারিনি। তবে বারবার তেমনটা হবে না। আশা করি এবার আর সেই ভুল আমরা করব না”।

এবারের আইপিএলে(IPL) শুরুতে হারলেও, এখন জয়ের সরণীতে ফিরেছে মুম্বই ইন্ডয়ান্স। নাইট রাইডার্সও পাঁচ ম্যাচ হেরেছে। তবে আশা শেষ মানছেন না মোঈন আলি। মুম্বই-ই যেন তাদের আত্মবিশ্বাস দিচ্ছে।

মোঈন আলি আরও বলেন, “আমাদের এখনও প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে। মুম্বইও শুরুটা ভাল করতে পারেনি। কিন্তু পরপর চার ম্যাচ জিতে এখন ওরা ভাল জায়গায় চলে এসেছে। আমাদেরও তেমনই মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। এখন সবে প্রতিযোগিতার মাঝামাঝি”।

spot_img

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...