২ মে খুলছে কেদারনাথ ও তুঙ্গনাথ, খুলে যাচ্ছে বদ্রীনাথের দ্বারও

২০২৫ সালের ২রা মে থেকে খুলে যাচ্ছে বহু প্রতীক্ষিত কেদারনাথ ধামের দরজা। একই দিন খুলছে তৃতীয় কেদার তুঙ্গনাথ মন্দিরের দ্বারও। শুক্রবার বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (BKTC) একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, বিশেষজ্ঞদের একটি দল সম্প্রতি কেদারনাথে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, আগামী ৪ঠা মে খুলছে বদ্রীনাথ ধামের দরজা। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই বছরের চারধাম যাত্রা। প্রতিবারের মতো এবারও হাজার হাজার পুণ্যার্থী অংশ নেবেন এই যাত্রায়।

উল্লেখযোগ্যভাবে, দ্বিতীয় কেদার হিসেবে পরিচিত মদমহেশ্বর মন্দিরের দরজা খোলা হবে ২১শে মে। চারধামের অন্যতম তীর্থস্থল তুঙ্গনাথ মন্দিরও কেদারনাথের সঙ্গে একই দিনে, অর্থাৎ ২রা মে খোলা হবে।

হিমালয়ের কঠিন পরিবেশ ও ঠান্ডাকে উপেক্ষা করেও প্রতি বছর বহু ভক্ত এই পবিত্র যাত্রায় অংশ নেন। যাত্রার সুবিধার্থে হেলিকপ্টার পরিষেবা চালু থাকলেও অধিকাংশ ভক্ত পায়ে হেঁটেই যাত্রা সম্পন্ন করেন। চারধাম যাত্রাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতিও প্রায় চূড়ান্ত। হোটেল, বিশ্রামাগার ও স্বাস্থ্য পরিষেবায় নজর দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এবছর দর্শনার্থীদের সংখ্যা রেকর্ড ছাড়াবে।

আরও পড়ুন – মালিঙ্গার রেকর্ড ভাঙলেও তাঁকেই সেরা বলছেন জসপ্রীত বুমরাহ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_