ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে ২০২৩ সালে। তারপরেও একটা বড় অংকের ২০০০ টাকার নোট (currency) এখনও বাজারে রয়েছে। সবমিলিয়ে ৬,২৬৬ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট (currency) এখনও বাজার থেকে তুলতে পারা যায়নি, স্পষ্ট করে দিল আরবিআই (RBI)। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের শাসক দল আর্থিক তছরুপে অভিযুক্ত ব্যবসায়ীদের প্রশ্রয় দিয়েছে। যার ফলে এখনও এই বিপুল পরিমাণ বেআইনি টাকা রয়ে গিয়েছে বাজারে, দাবি একাংশের অর্থনীতিকদের।

আরবিআই (RBI) একটি তথ্য পেশ করে জানিয়েছে, ২০০০ টাকার যে নোট বাতিল হয়েছিল ১৯ মে ২০২৩ সালে তার ৯৮.২৪ শতাংশ এখনও পর্যন্ত বাজার থেকে তুলে ফেলা সম্ভব হয়েছে। বাকি টাকা এখনও রয়েছে বাজারে। সেই টাকারই মূল্য ৬,২৬৬ কোটি টাকা।
২০০০ টাকার নোট বাতিলের (demonitisation) পরে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বিভিন্ন মাধ্যমে ২০০০ টাকার নোট জমা নিয়েছে আরবিআই। বর্তমানেও আরবিআই-এর ১৯ টি ইস্যু অফিসে (issue office) ব্যক্তিগত বা সংস্থার থেকে এই নোট জমা নেওয়া হয়। তা সত্ত্বেও দুবছর পরে এখনও ১০০ শতাংশ নোট ঘরে ফেরাতে পারেনি আরবিআই।

–

–

–

–

–

–

–

–

–

–

–
