Sunday, August 24, 2025

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

Date:

Share post:

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই রাজস্থান রয়্যালসকে ১ রানে হারাল কলকাতা নাইট রাইডার্স। রাসেল(Andre Russell), রঘুবংশীর চওড়া ব্যাটে ভর করে কেকেআর বড় রান স্কোরকার্ডে তুলেছিল। বৈভব অরোরার(Vaibhav Arora) একটি ওভারেই যেন সব শেষ হতে বসেছিল। একেবারে শেষ বলেই মানরক্ষা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কোনওরকমে এক রানে জিতল কলকাতা নাইট রাইডার্স(KKR)।

বৈভব অরোরা(Vaibhav Arora) যখন শেষ ওভারে বোলিং করতে গিয়েছিলেন সেই সময় রাজস্থান রয়্যালসের বাকি ছিল ২২ রান। সেই জায়গা থেকেই বৈভব অরোরার বলে একের পর এক বড় শট খেলতে থাকেন শুবম দুবে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ বোধহয় বেড়িয়েই গেল কলকাতা নাইট রাইডার্সের(KKR) হাত থেকে। ৫ বলে ১৯ রান দিয়ে সেই সময় কার্যত চাপে পড়ে গিয়েছিলেন বৈভব অরোরাও। অবশেষে রক্ষা। জফরা আর্চারকে রান আউট হতেই স্বস্তি। রাজস্থানের বিরুদ্ধে এক রানে কোনওরকমে জয়। সেইসঙ্গে প্লেঅফের আশাটাও একটু বাঁচিয়ে রাখল নাইট শিবির।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। ৬৯ রানের মধ্যেই ২ উইকেট খুইয়ে বেশ তাপে পড়ে গিয়েছিল নাইট শিবির(KKR)। সেই জায়গা থেকেই রান এগোনোর কাজটা করেন রাহানে। কিন্তু তাঁকেও থামতে হয় ৩০ রানে। ক্লাইম্যাক্সের অপেক্ষাটা ছিল এরপরই। মাঠে আসেন রাসেল(Andre Russell)। এরপরই শুরু একের পর এক বড় শট। ২২ বলে অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি।

ছয়, চারের বন্যা বইয়ে দিয়েছিলেন রাসেল। সেইসঙ্গে যোগ্য সঙ্গত রঘুবংশীর। শেষপর্যন্ত নাইট রাইডার্স করে ২০৬ রান। বল হাতেও শুরুর দিকে দুরন্ত ফর্মে ছিলেন বরুণ, মোঈনরা। ৭২ রানের মধ্যে রাজস্থানের পাঁচ উইকেট তুলে নেয় নাইট বোলাররা। সেখানেই এক ওভারে বরুণের দুই উইকেট। মোঈনেরও শিকার ২ উইকেট। কিন্তু ক্রিজে ছিলেন রিয়ান পরাগ।

এদিন ছয় বলে ছটা ওভার বাউন্ডারিও হাঁকান তিনি। অবশেষে ৯৫ রানে রিয়ান পরাগকে থামান হর্ষিত রানা। কিন্তু কখনোই পুরোপুরি স্বস্তি পাচ্ছিল না নাইট রাইডার্স। শেষ ওভারে অনেক রান বাকি থাকলেও বৈভবের পাঁচ বলে ১৯ রান দেওয়ার পর রাহানের মুখেও ছিল চিন্তার ছাপ স্পষ্ট। শেষ এক রানেই ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স। ১১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স।

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...