Friday, August 22, 2025

এই সপ্তাহেই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় মোলিনা

Date:

Share post:

চলতি সপ্তাহেই মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসন্ন মরসুমের দল গঠনের জন্য এটাই হতে চলেছে প্রথম বৈঠক। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বৈঠক সারবেন হোসে মোলিনা(Jose Molina)। সেখানেই নাকি নিজের তৈরি তালিকা জমা দেবেন মোহনবাগানের দ্বিমুকুট জয়ী অধিনায়ক। কাদের রাখা হবে এবং কোন বিদেশিদের ছেড়ে দেওয়া হবে সেই তালিকা দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত।

এই মুহূর্তে মোহনবাগানের(MBSG) ওপর ফিফা(Fifa) ব্যান রয়েছে। গত সোমবারই অ্যাকাডেমিক সলিডারটির জন্য মোহনবাগান সুপারজায়ান্টের ওপর ব্যানে আরোপ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। সেই বিষয় নিয়ে অবশ্য ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে মোহনবাগানের তরফে। শোনাযাচ্ছে ইতিমধ্যেই ফিফার থেকে লিঙ্ক চাওয়া হয়েছে। এর আগে মুম্বই সিটি এফসির সঙ্গেও এমনটা একবার হয়েছিল। মোহনবাগান সুপার জায়ান্টও ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। লিঙ্ক এলেই পরবর্তী ধাপ সম্পূর্ণ করে ফেলবে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। এই সমস্থা দ্রুত মিটে যাবে বলেই মনে করছে মোহনবাগান।

এই ব্যানের কারণে আপাতত বিদেশি ফুটবলার রেজিস্টার করতে না পারলেও, ফুটবলারের খোঁজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। যেমন রবসন রবিনহোকে নেওয়ার পথে অনেকটা এগিয়ে গিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। তবে গতবারের দলই কার্যত ধরে রাখতে চাইছে মোহনবাগান সুপারজায়ান্ট। দু-একজনকে ছেড়ে দিলেও বেশিরভাগ বিদেশি থেকে দেশীয় ফুটবলারদের রাখতে চলেছে তারা।

এবারের আইএসএলে দ্বিমুকুট জিতেছে মোহনবাগান সুপারজায়ান্ট। সেই ধারাটাই যে আসন্ন মরসুমেও ধরে রাখতে মরিয়া সবুজ-মেরুন ব্রগেড, তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...