Thursday, August 21, 2025

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

Date:

Share post:

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট রাইডার্সের(KKR) বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে(Eden) চেন্নাই সুপার কিংসের(CSK) জয়। সেইসঙ্গেই ঘরের মাঠে হেরে এবারের মতো নাইট রাইডার্সের(KKR) প্লেঅফে পৌঁছনোর আশাও কার্যত শেষ হয়ে গেল। অঙ্কের কঠিন বিচারে খাতায় কলমে একটা ক্ষীণ আশা থাকলেও, কার্যত বিদায়ই হয়ে গেল তাদের। ঘরের মাঠে ২ উইকেটে হারের পর লিগ টেবিলে এখন ছয় নম্বরে নাইট রাইডার্স। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১১।

বোলারদের হাত ধরে একসময় ম্যাচের চালকের আসনে ছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ডেওয়াল্ড ব্রেভিসের অর্ধশতরানের ইনিংস এবং শিবম দুবের শেষ মূহূর্তে একটা ঝোরো ইনিংস, নাইট রাইডার্সের সমস্ত আশা শেষ করে দিল। সেইসঙ্গে এমএস ধোনির ফিনিশিং টাচ তো রয়েছেই।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। সেখানে শুরুটা ভাল করলেও মাঝপথে খানিকটা সমস্যায় পড়ে গেছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। বিশেষ করে রাহানে ৪৮ রাহানে সাজঘরে ফেরার পর। এরপরই নাইট রাইডার্সের হাল ধরেন মনীশ পান্ডে এবং আন্দ্রে রাসেল। পান্ডের ৩৬ এবং রাসেলের ৩৮ রানে ভর করে শেষপর্যন্ত ১৭৯ রান করে কলকাতা নাইট রাইডার্স।

জবাবে ব্যাটিং করতে নেমে চেন্নাই শুরু থেকেই নাইট বোলারদের সামনে চাপে পড়ে গিয়েছিল। বৈভব অরোরা, হর্ষিত রানাদের দাপটে ৬০ রানের মধ্যেই ৫ ুইকেট পড়ে যায় চেন্নাইয়ের। আশা বাড়তে থাকে কলকাতা নাইট রাইডার্সের। সেই মুহূর্তেই ডেওয়াল্ড ব্রেভিসের একটা ৫২ রানের ঝোরো ইনিংস। শেষ মুহূর্তে ধোনির সঙ্গে শিবম দুবের ২০ বলে ৪৫ রানের ইনিংস। যদিও রিঙ্কু সিংয়ের গুরুত্বপূর্ণ সময়ে দুটো ক্যাচ ফের একটু আশা জাগিয়েছিল। কিন্তু শেষ ওভারে রাসেলের প্রথম বলেই কার্যত ম্যাচ শেষ করে দেয় চেন্নাই সুপার কিংস। আবারও ফিনিশিং টাচ ধোনির। ২ উইকেটে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স।

spot_img

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...