Monday, January 19, 2026

উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা আচার্যের! দেরির কারণ সিল বন্ধ খামে জানানোর নির্দেশ

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওযা সময়ের মধ্যেও কেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়নি। আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Anand Bose) আইনজীবীর কাছে জানতে চাইল শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে। সিল বন্ধ খামে সেটি জানানো নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বৃহস্পতিবার, রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ মামলার শুনানিতে রাজ্য সরকারের (State Government) তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয় ১৭টি বিশ্ববিদ্যালয়ে এখনও উপাচার্য নিয়োগ করা হয়নি৷ এর মধ্যে আছে কলকাতা, যাদবপুর, রবীন্দ্র ভারতী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়৷ দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে আর্জি জানান রাজ্য সরকারের আইনজীবী জয়দীপ গুপ্ত। পাল্টা আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আইনজীবী অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি বলেন, কয়েকটি বিষয়ে জটিলতা আছে, যেটা সিল বন্ধ খামে তাঁরা আদালতে জানাতে চান৷

রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের খালি থাকা পদের মধ্যে কতগুলিতে উপাচার্য নিয়োগের কাজ শেষ করা হয়েছে? গত মাসের শেষে শুনানিতে শুনানি চলাকালীন রাজ্যপাল তথা আচার্যের আইনজীবী জয়দীপ মজুমদারের কাছে জানতে চান সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্যকান্ত৷ জয়দীপ মজুমদার আদালতকে জানান, ১৯টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের কাজ হয়ে গেছে, বাকি আছে ১৭টি৷ এই সময়েই রাজ্য সরকারের তরফে সওয়াল করার জন্য উপস্থিত বর্ষীয়ান আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, জানুয়ারি মাসেই উপাচার্য নিয়োগের কাজ শেষ করার কথা ছিল, কিন্ত্ত তা করা হয়নি৷ বর্ষীয়ান আইনজীবীর কথা শুনেই উপাচার্য নিয়োগের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন শীর্ষ আদালতের দুই বিচারপতি৷ কোনওভাবেই এই নির্দেশের অন্যথা চাননা তাঁরা, রাজ্যপাল তথা আচার্যের আইনজীবীকে বোঝানো হয়েছে সেকথাও৷ দু সপ্তাহ পরে নির্ধারিত শুনানিতে তাঁরা সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখবেন, এদিন জানিয়ে দিয়েছে বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ৷ সেই মতো এই দিন শুনানি হয়।

দুপক্ষের সওয়ালেন পরে বিচারপতি সূর্যকান্ত নির্দেশ দেন, এই কারণ সিল বন্ধ খামে উপাচার্য নিয়োগের দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় ললিতের নেতৃত্বাধীন কমিটির কাছে পেশ করতে হবে৷ আজই সিল বন্ধ খামে অ্যাটর্নি জেনারেল এই বিবরণ আদালতে পেশ করবেন৷ সেটি পাঠিয়ে দেওয়া হবে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের কাছে। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।

spot_img

Related articles

পকেটে ছ্যাঁকা সুরাপ্রেমীদের! রাজ্যে মদের বিক্রি কমল ২০ শতাংশ 

ক্যালেন্ডারের পাতা ওল্টাতেই রাজ্যে সুরাপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ। ১ ডিসেম্বর থেকে মদের ওপর বাড়তি কর চাপানোর সরকারি সিদ্ধান্তের...

SIR শুনানিতে ডাক নেতাজি-পরিবারের সদস্যদেরও

এসআইআর-এ শুনানির নামে কমিশনের হেনস্থা জারি। মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পাশাপাশি এই হয়রানি থেকে বাদ যাননি নোবেলজয়ী অর্মত্য সেনও।...

সমাধানে ব্যর্থ ফেডারেশন, আনোয়ার ইস্যুতে বড় পদক্ষেপ মোহনবাগানের

২ বছর অপেক্ষা করার পর ফেডারেশনের কার্যত উপর বিরক্ত হয়ে সমস্ত আইন মেনেই আনোয়ার আলি(Anwar Ali )ইস্যুতে এবার...

শুরু হচ্ছে সৌরভের বায়োপিকের শুটিং, ইডেন পরিদর্শন পরিচালকের

দক্ষিণ আফ্রিকায় যখন প্রিটোরিয়া ক্যাপিটালসকে কোচিং করাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়(Sourav Ganguly )তখন তাঁর ভক্তদের জন্য সুখবর। আগামী মার্চ মাসেই...