জরুরি বৈঠকে শাহ, সেনা শীর্ষকর্তাদের থেকে পরিস্থিতি জানলেন রাজনাথ

Date:

Share post:

অপারেশন সিন্দুর (Operation Sindoor) চালানোর পর থেকেই ভারতের উপর নিয়ন্ত্রণ রেখা বরাবর এমনকি নিয়ন্ত্রণ রেখা পার করে হামলা জারি রেখেছে পাকিস্তানের সেনা। ভারতের পক্ষ থেকে বারবার সেই আক্রমণ দিনে-রাতে প্রতিহত করেছে দেশের প্রতিরক্ষা দফতর । যদিও বুধবার পাক হামলায় মারা যায় ১৬ ভারতীয় নাগরিক। তবে বৃহস্পতিবার ভারতের সীমান্তের একাধিক শহর লক্ষ্য করে পাক হামলার যোগ্য জবাব দিতে সমর্থ হয় ভারতীয় সেনা (Indian Army)। বৃহস্পতিবার বিভিন্ন পাক হামলার পরে পরিস্থিতির বিস্তারিত জানতে সেনার আধিকারিকদের সঙ্গে রিভিউ (review) বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে।

বৃহস্পতিবারই দেশের সব বিমান বন্দরগুলিকে (Airport) সতর্ক করা হয়েছিল নিরাপত্তা বিষয়ে। কোনওভাবে দেশের অভ্যন্তরে জঙ্গিরা যাতে কোনও নাশকতামূলত কাজ না চলতে পারে, বিমান বন্দর থেকে দেশে ঢোকার সময়ই সতর্কতা জারি করে দেওয়া হয়। বৃহস্পতিবার দেশের সেনা পাক সীমান্তের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে এয়ার ডিফেন্স সিস্টেমের (air defence system) মাধ্যমে। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সেনা আধিকারিকদের সঙ্গে। যোগ দেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) অনিল চৌহান, সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌসনা প্রধান অ্যাডমিরাল ডিনেশ কে ত্রিপাঠি ও বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রিত সিং।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) নিজের বাসভবনে জরুরি বৈঠক করেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে। সেখানে দেশের সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে দেশের বিমান বন্দরগুলির নিরাপত্তা নিয়েও পর্যালোচনা হয়।

spot_img

Related articles

দুর্গাপুর গণধর্ষণ: ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সব অভিযুক্ত, এখনও আটক নির্যাতিতার সঙ্গী

ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের (gang rape) অভিযোগ দায়ের হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সব অভিযুক্ত। রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দলকে জিতিয়ে মাঠেই প্রাণ হারালেন বোলার, বাইশ গজে ফের মর্মান্তিক পরিণতি

খেলার মাঠে ফের মর্মান্তিক মৃত্যু। দলকে জিতিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বোলার। মৃত ক্রিকেটারের নাম আহমের খান(Ahmar Khan)।...

ভুটানের জলেই ভেসেছে উত্তর, ওরাও ক্ষতিপূরণ দিক: ফের রিভার কমিশনের দাবিতে সরব মুখ্যমন্ত্রী

ভুটানের (Bhutan) জলেই ভেসেছে বাংলার উত্তর। এত ক্ষয়ক্ষতি। ওদের ক্ষতিপূরণ দিতে হবে। ফের একবার রিভার কমিশনের দাবি জানিয়ে...

RSS-এর অফিসে ছোট থেকে যৌন নিগ্রহের শিকার, আত্মঘাতী তরুণ

ছোট থেকেই চলেছে লাগাতার যৌন নির্যাতন, মানসিক যন্ত্রণা ও অবসাদে আত্মঘাতী কেরলের তথ্যপ্রযুক্তি কর্মী আনন্দু আজি। আরএসএস -এর(RSS)...