Friday, January 30, 2026

জরুরি বৈঠকে শাহ, সেনা শীর্ষকর্তাদের থেকে পরিস্থিতি জানলেন রাজনাথ

Date:

Share post:

অপারেশন সিন্দুর (Operation Sindoor) চালানোর পর থেকেই ভারতের উপর নিয়ন্ত্রণ রেখা বরাবর এমনকি নিয়ন্ত্রণ রেখা পার করে হামলা জারি রেখেছে পাকিস্তানের সেনা। ভারতের পক্ষ থেকে বারবার সেই আক্রমণ দিনে-রাতে প্রতিহত করেছে দেশের প্রতিরক্ষা দফতর । যদিও বুধবার পাক হামলায় মারা যায় ১৬ ভারতীয় নাগরিক। তবে বৃহস্পতিবার ভারতের সীমান্তের একাধিক শহর লক্ষ্য করে পাক হামলার যোগ্য জবাব দিতে সমর্থ হয় ভারতীয় সেনা (Indian Army)। বৃহস্পতিবার বিভিন্ন পাক হামলার পরে পরিস্থিতির বিস্তারিত জানতে সেনার আধিকারিকদের সঙ্গে রিভিউ (review) বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে।

বৃহস্পতিবারই দেশের সব বিমান বন্দরগুলিকে (Airport) সতর্ক করা হয়েছিল নিরাপত্তা বিষয়ে। কোনওভাবে দেশের অভ্যন্তরে জঙ্গিরা যাতে কোনও নাশকতামূলত কাজ না চলতে পারে, বিমান বন্দর থেকে দেশে ঢোকার সময়ই সতর্কতা জারি করে দেওয়া হয়। বৃহস্পতিবার দেশের সেনা পাক সীমান্তের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে এয়ার ডিফেন্স সিস্টেমের (air defence system) মাধ্যমে। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সেনা আধিকারিকদের সঙ্গে। যোগ দেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) অনিল চৌহান, সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌসনা প্রধান অ্যাডমিরাল ডিনেশ কে ত্রিপাঠি ও বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রিত সিং।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) নিজের বাসভবনে জরুরি বৈঠক করেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে। সেখানে দেশের সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে দেশের বিমান বন্দরগুলির নিরাপত্তা নিয়েও পর্যালোচনা হয়।

spot_img

Related articles

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও...

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও ‘মেন্সট্রুয়েশন লিভ’ স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation...

DGP নিয়োগ নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের

পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত...

শেষ ম্যাচেও পুরো পয়েন্ট অধরা, গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টারে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy )অসমের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করল বাংলা(Bengal)। প্রথমার্ধে আকাশ হেমরমের...