আইপিএল স্থগিত, ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের ফেরানোর ব্যবস্থা বোর্ডের

Date:

Share post:

এক সপ্তাহের জন্য আইপিএল(IPL) স্থগিত হয়ে গিয়েছে। ঝুঁকি নিচ্ছে না বিসিসিআই(BCCI)। দেশিয়দের সঙ্গে বিদেশি ক্রিকেটারদেরও(Foreign Cricketers) দেশে ফেরানোর তোরজোড় শুরু হয়ে গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশীয় ক্রিকেটারদের(Indian Cricketers) ঘরের ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে নাকি বিদেশি ক্রিকেটারদেরও দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বোর্ডের(BCCI) তরফে। বিদেশি ক্রিকেটারদের ফেরার পথে সমস্ত লজিস্টিক ব্যাবস্থা করতে চলেছে বিসিসিআই-ই।

ইতিমধ্যেই ধরমশালা(Dharamshala) থেকে দিল্লি ক্যাপিটালস(DC) ও পঞ্জাব কিংসের(PBKS) ক্রিকেটাররা সরাসরি দিল্লিতে(Delhi) ফেরার জন্য রওনা দিয়ে দিয়েছে। সেইসঙ্গে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি গুলোও সেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স(MI) এই মুহূর্তে রয়েছে আহমেদাবাদে। শোনাযাচ্ছে তারা সকলেই মুম্বইয়ে ফেরত আসছেন। কারণ টিম হোটেলে তাদের লাগেজ থেকে শুরু করে সব রয়েছে। সেখান থেকেই যে যাঁর বাড়িতে পৌঁছে যাবে। আপাতত সাতদিনের জন্য স্থগিত। এরপর কবে নাগাদ শুরু হবে আইপিএল তা নিয়েও এই মুহর্তে কোনও আপডেট সেভাবে নেই।

অন্যদিকে লখনউ থেকেই বিরাট কোহলিরাও রওনা দেবেন নিজেদের বাড়ির উদ্দেশ্যে। সেই সর্বভারতীয় সংবাদমাধ্যমে আইপিএলের সূত্রে জানানো হয়েছে, “তারা সকলেই নিজেদের বাড়ি ফিরে যাবে। লজিস্টিকসের যাবতীয় ব্যপারে আমরাই সাহায্য করব তাদের। বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা এবং সাপোর্ট স্টাফরাও ফিরে যাবেন তাদের দেশের উদ্দেশে। পরবর্তীতে কী সিদ্ধান্ত হয় সেসব দেখার পরই আবার তাদের ডাকার ব্যাবস্থা করা হবে”।

বৃহস্পতিবারই পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালস(DC) ম্যাচ মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল। ২৪ ঘন্টার মধ্যেই এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল(IPL)। এবার ক্রিকেটারদেরও কার্যত বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝেই পরবর্তী সিদ্ধান্ত।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

আরসিবির সঙ্গে চুক্তিতে অনীহা, আইপিএল থেকেও অবসর নেবেন কোহলি!

টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।...

ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, রাহুলের কর্মকাণ্ডে তীব্র বিভ্রান্তি

দিল্লি টেস্টে হার বাঁচানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের সামনে। তৃতীয় দিনের শুরু থেকেই  ভারতীয় বোলারদের আক্রমণে নাজেহাল ক্যারিবিয়ানরা। ইনিংস...

কুলদীপ গড়লেন নয়া রেকর্ড, যশস্বীর কাছে মজার আবদার লারার

কুলদীপ যাদবের(Kuldeep Yadav) স্পিনের জালে বন্দি ক্যারিবিয়ান ব্যাটাররা। ভারতের বোলিং ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ, সেইসঙ্গে একটি রেকর্ডও...