Thursday, August 21, 2025

নিরাপদে ফিরেছেন ধরমশালায় আটকে পড়া ক্রিকেটাররা, রেলকে ধন্যবাদ বিসিসিআইয়ের

Date:

Share post:

ড্রোন হামলার আতঙ্কে গত বৃহস্পতিবার ধরমশালায় পঞ্জাব সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের (PBKS vs DC) ম্যাচ মাঝপথে বাতিল করে দেওয়া হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় শহর ছাড়তে পারেননি ক্রিকেটার ধারাভাষ্যকার থেকে শুরু করে আইপিএলের (IPL) সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরাও। এরপরই বিকল্প হিসেবে উঠে আসে ভারতীয় রেলের (Indian Railway)নাম। বিসিসিআই (BCCI) কর্তাদের আবেদনে সাড়া দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দু’দলের সকলকে দ্রুত দিল্লি নিয়ে আসে বন্দেভারত ট্রেন। এরপরই ভারতীয় রেলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ক্রিকেট বোর্ড।

ক্রিকেটার, ধারাভাষ্যকারদের রেল সফরের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছে বিসিসিআই।দু’দলের সকলকে ছাড়াও সম্প্রচারকারী সংস্থার কর্মী, ধারাভাষ্যকার, ম্যাচ অফিশিয়াল-সহ সংশ্লিষ্ট সকলকে নিরাপদে রাজধানীতে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। রেলের সাহায্য ও তৎপরতার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের তরফ সমাজমাধ্যমে লিখেছে, ‘অত্যন্ত অল্প সময়ে মধ্যে বিশেষ বন্দে ভারত ট্রেনের ব্যবস্থা করার জন্য রেল মন্ত্রককে ধন্যবাদ। খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, সম্প্রচারকারী সংস্থার কর্মী-সহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত দিল্লি পৌঁছে দিয়েছে ভারতীয় রেল। এই পদক্ষেপ প্রশংসীয়।’’ নির্বিঘ্নে ফেরার পর ভারতীয় রেলবিভাগের প্রশংসায় পঞ্চমুখ তারকা ক্রিকেটাররা।টুর্নামেন্ট মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় সকলেরই মন খারাপ, কিন্তু দেশের সেনাবাহিনীর পাশে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা।

 

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...