Sunday, December 7, 2025

সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাকিস্তানকে প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা: মিশ্রি

Date:

Share post:

দায়িত্বশীল ভূমিকা পালন করে সংঘর্ষ বিরতি মানছে ভারত। কিন্তু চুক্তি ভেঙে কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের হামলা চালিয়েছে পাকিস্তান (Pakistan)। পরিস্থিতি দিকে কড়া নজর রাখছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। প্রয়োজনে এর জবাব দেওয়া হবে। পাকিস্তানের তরফ থেকে শনিবার রাতে সংঘর্ষ বিরতি ভাঙার কিছুক্ষণের মধ্যেই জরুরি সাংবাদিক বৈঠক করে একথা জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Mishri)। পাকিস্তানের ড্রোন হামলার পরেই কাশ্মীরের বিভিন্ন জায়গা-সহ গুজরাটের কচ্ছ উপকূল, রাজস্থানের বাড়মেঢ়, পঞ্জাব ও হরিয়ানার বেশ কিছু জায়গায় ব্ল্যাকআউট (Blackout) করে দেওয়া হয়েছে।

পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের পরেই সব রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আইবি প্রধান। পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেই সাংবাদিক বৈঠক করে বিদেশসচিব বলেন, “সংঘর্ষবিরতি চুক্তির কয়েকঘণ্টার মধ্যেই তা ভেঙে হামলা চালিয়েছে পাকিস্তান। এটা বিশ্বাসভঙ্গ ও চুক্তিভঙ্গ। ভারতীয় সেনা (Indian Army) পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে।” পাশাপাশি পাকিস্তানকে দায়িত্বশীল আচরণ করার কথা বলেছেন মিশ্রি। যে চুক্তি লঙ্ঘন হয়েছে তার জন্য দায়ী পাকিস্তান। পাকিস্তানের উচিত পরিস্থিতি বুঝে চুক্তি রক্ষা করা।

শ্রীনগর, অবান্তিপুরা, রামবান, জম্মু-সহ কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে আকাশে পাক ড্রোন দেখা গিয়েছে। পাশাপাশি, পঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থানের আকাশেও আলোর ঝলকানি দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এইসব অঞ্চলে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে।

এদিকে সীমান্তে জম্মু সীমান্তের আরএস পুরা সেক্টরে পাক ড্রোন হামলা রুখতে গিয়ে শহিদ হয়েছেন বিএসএফের সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে বিএসএফ।

spot_img

Related articles

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেফার করা ৩ জনের চিকিৎসা অ্যাপোলোয়

ভরসা ছিল সেবাশ্রয়–২ স্বাস্থ্য শিবিরে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) উদ্যোগে শুক্রবার সেখান থেকে রেফার...

ইন্ডিয়া ব্লক লাইফ সাপোর্টে! বিহার ভোটের ফলাফলে চাঞ্চল্যকর দাবি ওমরের

বিহার নির্বাচনে বিরোধী জোটের লজ্জাজনক পরাজয়ের পরে ইন্ডিয়া ব্লকের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এবার জোট শরিক...

ট্রুডোর সঙ্গে সম্পর্কে অফিসিয়াল সিলমোহর পপ তারকা পেরির!

একই অন্যের প্রেমে পড়েছেন বেশ কিছুদিন হল কিন্তু একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় রোমান্টিক পোজে ধরা দেননি কখনও। তবে বছরের...

ছন্দে ফিরেই ঈশ্বরের দরবারে কোহলি, আবার কবে দেখা যাবে ‘রো-কো’ জুটিকে?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়ের পরেই দিনই ঈশ্বর দর্শনে বিরাট কোহলি(Virat Kohli)। রবিবারবিশাখাপত্তনমের  সিংহচলমের শ্রীবরাহ লক্ষ্মী নরসিংহ...