সব জেলায় তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ মুখ্যসচিবের, জরুরি বৈঠক স্বাস্থ্যসচিবেরও

Date:

Share post:

ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার (State Government)। সমস্ত জেলায় আগামী তিন মাস— *জুন, জুলাই ও অগাস্টের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে*। রবিবার জরুরি ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি, সংশ্লিষ্ট দফতরের আধিকারিক, সব জেলার পুলিশ সুপার, জেলাশাসক ও পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। প্রশাসনিক সূত্রে খবর, আগামী তিন মাসের রেশনের বরাদ্দ তিনটি পর্যায়ে জেলাগুলিতে পাঠানো হবে। জেলার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমও (Narayan Swarup Nigam)।

শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন দেশের সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকের পরেই এদিন সকালে জরুরি বৈঠক ডাকেন মনোজ পন্থ (Manoj Panth)। সেই বৈঠক থেকেই প্রতিটি জেলায় খাদ্যশস্য মজুদের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও রিফ্রেশার কোর্স চালুর সিদ্ধান্তও হয়েছে।

সীমান্তবর্তী জেলাগুলিকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে পাহাড়, অরণ্য বা দুর্গম অঞ্চল ঘেরা সীমান্ত এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবন এবং উত্তরবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে বিশেষ নজর রাখার কথাও বলা হয়েছে।

পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখতে এদিন জেলার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। জেলা প্রশাসনের সঙ্গে তিনি হাসপাতালের শয্যা সংখ্যা, অ্যাম্বুল্যান্স ও অন্যান্য পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিকেলে স্বাস্থ্য দফতরের পদস্থকর্তাদের সঙ্গে আরেক দফা বৈঠক করেন তিনি। সেখানে জরুরি ভিত্তিতে বিভিন্ন পরিকাঠামো প্রস্তুতি নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

এসএসকেএমে নাবালিকার ‘শ্লীলতাহানি’র ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের

কলকাতা তথা রাজ্যের গর্ব এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসক পরিচয় দিয়ে নাবালিকা রোগীকে 'শ্লীলতাহানি'র (Minor girl Assault case)...

রাজধানীতে আইইডি বিস্ফোরণের ছক বানচাল, গ্রেফতার ২ আইসিস জঙ্গি!

দিল্লিতে (Delhi) ফিদাঁয়ে হামলার ছক পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর! পর্দা ফাঁস করল দিল্লি পুলিশ (Delhi Police)। শুক্রবার সকালে আইসিসের...

যোগীরাজ্যে সাংবাদিককে পিটিয়ে খুন! বিজেপি রাজ্যে কোথায় নিরাপত্তা, উঠছে প্রশ্ন 

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে (BJP state UP) সাংবাদিককে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াগরাজের সিভিল লাইনস এলাকার...

চলন্ত বাসে ভয়াবহ আগুন, রাজস্থানের ঘটনার পুনরাবৃত্তি অন্ধ্রপ্রদেশে! মৃত একাধিক

শুক্রবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার (Kurnul District) চিন্নাটেকুর গ্রামের কাছে বাইকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের সংঘর্ষে (bus accident in...