গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু দিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। তবে এবার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় বুধবার রাতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারও হয়েছে তবে এখনই সংকট কাটছে না প্রভাতের। সংক্রমণ নিয়ে চিন্তা রয়েছে চিকিৎসকদের।

পরিচালক-কন্যা একতা ভট্টাচার্য (Ekta Bhattacharya) হায়দরাবাদে গেছিলেন। ভিডিও কলে ‘বাবি’র (প্রভাতকে এই সম্বোধনেই ডাকেন মেয়ে) সঙ্গে কথা বলতে গিয়ে শারীরিক অবস্থা নিয়ে সন্দেহ হওয়ায় একতা (Prabhat Roy’s daughter Ekta) দ্রুত প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করেন। এরপরই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন পামক্যাথে সংক্রমণ রয়েছে ‘শ্বেত পাথরের থালা’র পরিচালকের। তাঁর যথেষ্ট বয়স হয়েছে। আনুষাঙ্গিক সমস্যাও রয়েছে। অস্ত্রোপচার সফল হলেও সংক্রমণ না কমলে কিছুই বলা যাবে না, মত চিকিৎসকদের।

–

–

–
–

–

–

–

–


–

–

–

–

–