নতুন মরসুমের জন্য এখন থেকেই দল গোছাতে ব্যস্ত ইস্টবেঙ্গল(Eastbengal)। সবার আগে দলের বিদেশিদের দিকেই নজর দিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তবে তাড়াহুড়ো করতে একেবারেই নারাজ তারা। ১৯ জন বিদেশি ফুটবলার(Foreign Footballer) রয়েছে ইস্টবেঙ্গলের তালিকায়। সেখান থেকেই ২-৩ জনকে বেছে নেবে লাল-হলুদ ব্রিগেড। সেই কারণ একেবারেই তাড়াহুড়ো কতে নারাজ ইস্টবেঙ্গল(Eastbengal)। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

ইতিমধ্যেই সৌদি আরব থেকে ঘুরে এসেছেন থংবোই সিংটো(Thangboi Singto)। এফশির বৈঠক থাকলেও প্রধানত দুজন ফুটবলারকে স্কাউটিংয়ের জন্যই সেখানে গিয়েছিলেন থংবোই। ইতিমধ্যেই বেশ কয়েকজনের সঙ্গে কথাবার্তাও শুরু হয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্টের। তবে কারোর সঙ্গেই চূড়ান্ত হয়নি এখনও। গতবার বিদেশি ফুটবলার নিয়ে ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার খানিকটা ধীরে চলতে চাইছে তারা। কার্যত থংবোই এবং অস্কারের ওপরই সমস্ত দায়িত্ব ছাড়া হয়েছে।

গুস্তাভোর হেনরিকসের সঙ্গেও কথাবার্তা স্তরেই রয়ছে সবকিছু। তাঁর প্রোফাইল দেখলেও এখনও পর্যন্ত চূড়ান্ত করেননি থংবোই কিংবা অস্কার(Oscar Bruzon) কেউই। আরও কয়েকজন বিদেশির সঙ্গে কথাবার্তা চলছে। তবে কারোর সঙ্গেই এখনও পর্যন্ত চুক্তি পাকাপাকি করা হয়নি।

–

–

–
–

–

–

–

–

–

–

–

–
