Thursday, December 4, 2025

কলকাতা পুলিশে ৮০০ হোমগার্ড নিয়োগ, ছাড়পত্র স্বরাষ্ট্র দফতরের

Date:

Share post:

জরুরি ভিত্তিতে শুধুমাত্র কলকাতা পুলিশেই নিয়োগ হবে ৮০০ অস্থায়ী হোমগার্ড। সরকার বিদ্যাসাগর সেতুর দ্বিতীয় দফার  সংস্কার ও মেরামতির প্রস্তুতির অঙ্গ হিসাবে অস্থায়ী ভিত্তিতে ৮০০ হোমগার্ড (Home Guard) নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে  কলকাতা পুলিশের (Kolkata Police) পাঠানো প্রস্তাবে স্বরাষ্ট্র দফতর (Home Department) ছাড়পত্র দিয়েছে। এই নিয়োগের  জন্য ৯ কোটি টাকার কিছু বেশি ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে।

বিদ্যাসাগর সেতুর (Second Hooghly Bridge) দ্বিতীয় পর্যায়ের সংস্কার ও মেরামতির কাজ শুরু হলে, কলকাতা শহরের একটা বড় অংশজুড়ে যানজটের আশঙ্কা রয়েছে। তাই যান নিয়ন্ত্রণের (traffic management) জন্য বিপুল সংখ্যক পুলিশকর্মী প্রয়োজন হবে। তাই এই বাড়তি হোমগার্ড (Home Guard) নিয়োগের সিদ্ধান্ত বলে জানা গেছে।  প্রসঙ্গত কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ রক্ষাকারী অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। প্রথম ধাপে সেতুর নীচের অংশের ১৬টি কেবল (cable) পরিবর্তন করা হয়েছে। দুর্বল কেবলগুলি  পরিবর্তনের কাজ শেষ হলে তৃতীয় ধাপে ৮২৩ মিটার দীর্ঘ সেতুর বিয়ারিং (bearing) বদল শুরু হবে।

কলকাতা ও জার্মানির বিশেষজ্ঞ দুটি সংস্থা রাজ্য সরকার ও এইচআরবিসি র তদারকিতে দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের কাজ করছে। এজন্য বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। সংস্কারের কাজ চলার সময় ব্যস্ত ওই সেতুর উপর যান চলাচল (traffic) যথাসম্ভব অক্ষুণ্ন রাখার চেষ্টা করা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রথম পর্যায়ের কাজের সময় সেতুর দুটি লেনে যান চলাচল বন্ধ থাকেলও বাকি চারটি লেন দিয়ে স্বাভাবিক ভাবেই যান চলাচল করেছিল। দ্বিতীয় পর্যায়ের সংস্কারের সময়ও যাতে যান চলাচল যথাসম্ভব মসৃণ রাখা যায় সেদিকে নজর রাখা হবে।

spot_img

Related articles

আজ ডিসেম্বরের শীতলতম দিন! কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে

শীতের কামড় কলকাতাসহ দক্ষিণবঙ্গে। সাত বৃহস্পতির সকালে মহানগরীর তাপমাত্রা (Kolkata Temperature) নামল ১৫ ডিগ্রিতে। এখনও পর্যন্ত আজকের দিনটিকেই...

জ্বলছে এটিএম, সাতসকালে অগ্নিকাণ্ড হাওড়ায়!

বৃহস্পতির সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে জ্বলন্ত এটিএম (fire breaks out in ATM) দেখে আতঙ্কিত হাওড়া জেলার (Howrah...

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...