জরুরি ভিত্তিতে শুধুমাত্র কলকাতা পুলিশেই নিয়োগ হবে ৮০০ অস্থায়ী হোমগার্ড। সরকার বিদ্যাসাগর সেতুর দ্বিতীয় দফার সংস্কার ও মেরামতির প্রস্তুতির অঙ্গ হিসাবে অস্থায়ী ভিত্তিতে ৮০০ হোমগার্ড (Home Guard) নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে কলকাতা পুলিশের (Kolkata Police) পাঠানো প্রস্তাবে স্বরাষ্ট্র দফতর (Home Department) ছাড়পত্র দিয়েছে। এই নিয়োগের জন্য ৯ কোটি টাকার কিছু বেশি ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে।

বিদ্যাসাগর সেতুর (Second Hooghly Bridge) দ্বিতীয় পর্যায়ের সংস্কার ও মেরামতির কাজ শুরু হলে, কলকাতা শহরের একটা বড় অংশজুড়ে যানজটের আশঙ্কা রয়েছে। তাই যান নিয়ন্ত্রণের (traffic management) জন্য বিপুল সংখ্যক পুলিশকর্মী প্রয়োজন হবে। তাই এই বাড়তি হোমগার্ড (Home Guard) নিয়োগের সিদ্ধান্ত বলে জানা গেছে। প্রসঙ্গত কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ রক্ষাকারী অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। প্রথম ধাপে সেতুর নীচের অংশের ১৬টি কেবল (cable) পরিবর্তন করা হয়েছে। দুর্বল কেবলগুলি পরিবর্তনের কাজ শেষ হলে তৃতীয় ধাপে ৮২৩ মিটার দীর্ঘ সেতুর বিয়ারিং (bearing) বদল শুরু হবে।

কলকাতা ও জার্মানির বিশেষজ্ঞ দুটি সংস্থা রাজ্য সরকার ও এইচআরবিসি র তদারকিতে দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের কাজ করছে। এজন্য বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। সংস্কারের কাজ চলার সময় ব্যস্ত ওই সেতুর উপর যান চলাচল (traffic) যথাসম্ভব অক্ষুণ্ন রাখার চেষ্টা করা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রথম পর্যায়ের কাজের সময় সেতুর দুটি লেনে যান চলাচল বন্ধ থাকেলও বাকি চারটি লেন দিয়ে স্বাভাবিক ভাবেই যান চলাচল করেছিল। দ্বিতীয় পর্যায়ের সংস্কারের সময়ও যাতে যান চলাচল যথাসম্ভব মসৃণ রাখা যায় সেদিকে নজর রাখা হবে।

–

–

–
–

–

–

–

–

–

–

–
