চরম গরমের চোখরাঙানিকে ব্যাকফুটে রেখে স্বস্তির বৃষ্টি ভিজতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিন কালবৈশাখীর সতর্কতা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে।

হাওয়া অফিস বলছে, নির্দিষ্ট সময় বর্ষা ঢুকবে এ রাজ্যে। আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে সকাল থেকেই তীব্র গরম অনুভূত হবে। শনিবার সকালের দিকে মেঘলা, বেলা বাড়লে তাপপ্রবাহ অনুভূত হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে তাপমাত্রার বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই বটে, তবে সোমবারের পর থেকে উষ্ণতার পারদ নিম্নমুখী হবে। শনি রবিতে রাজ্যে বাড়বে ঝড়-বৃষ্টি।দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বৃষ্টি বেশি হবে।

–

–

–

–
–

–

–

–

–

–

–

–

–

–

–