ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে গোপন ডেরায় হানা দিয়ে একের পর এক বড় মাও সদস্যকে নিকেশ করতে সাফল্য পেয়েছে যৌথবাহিনী। আর সেই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সিআরপিএফ-এর কে-নাইন (K-9) সারমেয় রোলো-র (Rolo)। সেনার প্রবেশ যেখানে সম্ভব ছিল না, সেখানে রোলোই মুশকিল আসান ছিল সিআরপিএফ-এর। সেই অভিযানেই মৌমাছির কামড়ে (bee sting) মারাত্মক জখম হয়ে মৃত্যু হল মাত্র দুবছরের রোলোর।

ছত্তিশগড়ের (Chhattisgarh) একাধিক মাও-বিরোধী অভিযানে রাস্তায় পেতে রাখা আইইডি (IED) খুঁজতে সফল হয়েছিল সিআরপিএফ-এর রোলো (Rolo)। তাকে সেনাবাহিনীর সদস্যের থেকে কোনও অংশে কম দেখা হত না বলেই দাবি জওয়ানদের। রোলোকে সিআরপিএফ-এর দ্বিতীয় সেরা কে-নাইনের (K-9) সম্মান দেওয়া হয়েছিল বলে জানান জওয়ানরা।

সম্প্রতি ছত্তিশগড়ের (Chhattisgarh) কারেগুট্টা পার্বত্য এলাকায় মাও-বিরোধী অভিযান চালাচ্ছিল সিআরপিএফ। সেখানে সেনার প্রবেশ সম্ভব নয় এমন একটি জায়গায় ঢুকতে হয় রোলো-কে (Rolo)। সেখানেই তাকে মৌমাছি আক্রমণ করে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা করেন জওয়ানরা। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্য়ু হয় বলে জানান রোলোর হ্য়ান্ডলার জওয়ান। চিকিৎসকরা জানান অন্তত ২০০টি মৌমাছি কামড়ায় (bee sting) সারমেয় রোলোকে। তার ফলেই অ্যানাফাইলেকটিক শকে মৃত্যু হয় তার।

–

–

–
–

–

–

–

–

–

–

–
