টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

Date:

Share post:

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় পুলিশ (Titagarh Police)। প্রায় ৫০ পরিবারের বাস যে বহুতলে, সেখানে ভোর বেলা এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়ায়। তবে কী থেকে বিস্ফোরণ, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকেও (bomb squad)।

টিটাগড়ের (Titagarh) ৪ নম্বর ওয়ার্ডের একটি বহুতল জোরালো বিস্ফোরণের (blast) শব্দে কেঁপে ওঠে সোমবার ভোরে। বহুতলের পাঁচতলার উপরে শেষ ঘরে বিস্ফোরণ হয়, জানান বাসিন্দারা। ওই বহুতলে অন্তত ৪০ থেকে ৫০ পরিবার বাস করে বলে জানা যায়। বিস্ফোরণের জেরে দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে। সেই ভাঙা অংশ পাশের বাড়িতে গিয়ে পড়ে।

ঘটনার পরই পৌঁছায় টিটাগড় পুলিশ। বহুতল ফাঁকা করে শুরু হয় তল্লাশি। বাসিন্দারা জানিয়েছেন, ওই ঘরটিতে দীর্ঘদিন কেউ থাকত না। রবিবারই দুর্গাপুরের (Durgapur) লাউদোহায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বাড়িটিও দীর্ঘ কয়েক বছর পরিত্যক্ত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। ফের টিটাগড়েও একটি বাসিন্দাহীন ঘরে বিস্ফোরণের ঘটনা। প্রাথমিকভাবে ওই ফ্ল্যাটের মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই বহুতলেই ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলরেরও ফ্ল্যাট রয়েছে।

কীভাবে এই বিস্ফোরণ হল, তা নিয়ে ধন্দে পুলিশ। ঘরে বিস্ফোরক মজুত ছিল কি না, তা নিয়েও উঠেছে প্রশ্ন। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে দেওয়াল ভেঙে পাশের বাড়িতে পড়ে। তবে পাশের বাড়ির টালি ভেঙে গেলেও কেউ হতাহত হওয়ার ঘটনা ঘটেনি পাশের বাড়িটি খালি থাকায়। বিস্ফোরণের তদন্তে ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকে।

spot_img

Related articles

বর্ষা বিদায়ে সুখবর: কমতে শুরু করছে আর্দ্রতা, কুয়াশার সতর্কতা

মৌসুমি বায়ুর বিদায়ে শীতের আগমনবার্তা বাংলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে প্রায় নেই। অন্যদিকে উত্তরবঙ্গে শুরু হচ্ছে শীতের...

ত্রিপুরায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন! ধর্ষক পালালো অসমে

মহিলাদের প্রতি সামগ্রিক মানসিকতা বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে তলানিতে এসে ঠেকেছে ফের একবার প্রমাণ মিলল বিজেপির ত্রিপুরায় (Tripura)।...

ফের ধস উত্তরবঙ্গে, চারদিন বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

গোটা রাজ্য থেকে মৌসুমী বায়ু বিদায় নিলেও উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে। উত্তরবঙ্গে...

ফের ওড়িশা! বাংলা বলায় মারধর বাংলার শ্রমিককে

বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষ বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভাইরাসের মতো ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। যার ভয়ঙ্কর উদাহরণ মিলেছে প্রতিবেশী ওড়িশা...