Monday, May 19, 2025

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

Date:

Share post:

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস চলছে। অথচ তার মধ্যে দিয়েই গোপণে পাচার হয়ে যাচ্ছে দেশের নিরাপত্তার তথ্য। কিন্তু কোন কোন শহরের তথ্য জ্যোতি মালহোত্রা ফাঁস করেছে? খোঁজ চালিয়েই চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের। সেই তালিকায় যেমন রয়েছে কেরালা, তেমনই রয়েছে কলকাতাও (Kolkata)। শহরের একাধিক এলাকার ছবি উঠে এসেছে তার ভ্লগে (vlog)। এবার সেই সব ভিডিও নিয়েও তদন্তে পুলিশ।

শিয়ালদহ স্টেশন (Sealdah station), ব্যারাকপুরের (Barrackpur) দাদা-বৌদির বিরিয়ানি থেকে শেওড়াফুলির (Seoraphuli) বিয়েবাড়ি। গোয়েন্দাদের নজরে জ্যোতি মালহোত্রার একাধিক ভ্লগ। রাজ্যের গুরুত্বপূর্ণ এলাকাগুলি পাকিস্তানের চর জ্যোতির ভ্লগে উঠে আসায় এবার তদন্তের আওতায় আসছে এই রাজ্যও। মাত্র তিন মাস আগে এই শহরে এসে গুরুত্বপূর্ণ এলাকার ভিডিও ও লাইভ করেছিল জ্যোতি। উঠে এসেছে মোহিত নামে এক ব্যক্তির নামও।

এর আগে পুরীর ভিডিও তৈরির সূত্র ধরে জ্যোতির সঙ্গী আরেক ইউটিউবার (YouTuber) প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়েন্দারা। যে চরবৃত্তি জ্যোতি করত, তার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না ওড়িশার প্রিয়াঙ্কা সেনাপতি, তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা। এবার সেই তালিকায় জুড়তে চলেছে এই রাজ্যের নামও। ইতিমধ্যেই একাধিক ইউটিউবারের সঙ্গে জ্যোতির (Jyoti Malhotra) যোগের তথ্য পেয়েছেন গোয়েন্দারা, যারা সবাই পাকিস্তানে তথ্য পাচারে যুক্ত ছিল।

এই শহরে তিন মাস আগে আসে জ্যোতি (Jyoti Malhotra)। সে শিয়ালদহ স্টেশনের (Sealdah station) বাইরে দীর্ঘ ভিডিও বানায়। শহর তথা উত্তরপূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই স্টেশনে কেন ভিডিও বানিয়েছিল জ্যোতি, উঠেছে সেই প্রশ্ন। সেই সঙ্গে উঠে এসেছে ব্যারাকপুরের (Barrackpur) ভিডিও। সেনা ক্যান্টনমেন্ট ব্যারাকপুর দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই ব্যারাকপুরে বিরিয়ানির ভিডিও প্রকাশ্যে এসেছে। ব্যারাকপুরের অন্য কোনও ভিডিও সে করেছিল কি না, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

গঙ্গা পার করেও জ্যোতির আনাগোনা ছিল। শেওড়াফুলিতে (Seoraphuli) একটি বিয়েবাড়ির ভ্লগ রয়েছে জ্যোতির অ্যাকাউন্ট থেকে। সেই বিয়েবাড়ির সঙ্গে যুক্ত মোহিত নামে এক যুবককে দেখা গিয়েছে জ্যোতির সঙ্গে। পুরীর ক্ষেত্রে প্রিয়াঙ্কাকে নিয়ে কাজ করায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। সেক্ষেত্রে মোহিতকে চিহ্নিত করার কাজ চালাতে পারেন তাঁরা, তৈরি হয়েছে সম্ভাবনা।

spot_img

Related articles

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে...

পাকিস্তানের অপারেশন! অজ্ঞাত আততায়ীদের হাতে খুন লস্কর নেতা সইফুল্লাহ

একদিকে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিন্দুর (Operation Sindur) চালিয়ে চলেছে ভারত, তখনই পাকিস্তান থেকে এলো...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন...